সোমবার,১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


আন্দামানে উদ্ধারে আটকে থাকা সবাই পর্যটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

unnamed-23-550x309

পূর্বাশা ডেস্ক:

আন্দামানের আটকে পড়া সব পর্যটকরদেরই উদ্ধার করা হয়েছে। হ্যাভলক এবং নীল দ্বীপ থেকে সকলকেই নিয়ে আসা হয়েছে পোর্টব্লেয়ারে। এবার বাড়ি ফেরার অপেক্ষা। সেনার তরফে এই উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন মদত। উদ্ধারে নেমেছে বায়ুসেনার চপার। নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর জাহাজও উদ্ধারকাজ চালায়।

গতকাল থেকে আবহাওয়ার উন্নতি হচ্ছে আন্দামানে। হ্যাভেলকে আটকে ছিলেন পশ্চিমবঙ্গের ১৪০০ পর্যটক। নীল আইল্যান্ডে ছিলেন ৪০০ জন। আটকে পড়া পর্যটকদের ফেরাতে উদ্যোগী হন মূখ্যমন্ত্রী। গতরাতেই একদল পর্যটক ফিরেছেন কলকাতাতে। বাকিরাও আজ ফিরবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি