বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ,দুই কোটি শিশুকে


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১২.২০১৬

1403-550x309

পূর্বাশা ডেস্ক:

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আজ শুরু হচ্ছে। ক্যাম্পেইনের আওতায় দেশের দুই কোটিরও বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ছয় থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এক লাখ চল্লিশ হাজার কেন্দ্রে সকাল আটটা থেকে চারটা পর্যন্ত চলবে এ কার্যক্রম। পাশাপাশি বয়স ছয় মাস হওয়ার পর শিশুদের মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার দেয়ার প্রচারও চালানো হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাম্পেইনের বিস্তারিত জানানো হয়। বর্তমানে দেশে ভিটামিন এ’র অভাবজনিত রাতকানা রোগের হার শতকরা এক ভাগেরও নিচে নামিয়ে আনা হয়েছে। এখন এ হার শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি