বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হৃদরোগ মানেই বুকে ব্যথা নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১২.২০১৬

pains_chest
পূর্বাশা ডেস্কঃ

বুকে ব্যথা হওয়ার জন্য এখন নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। আবার শুধু হার্টের সমস্যার কারণেই যে বুকে ব্যথা হয় বিষয়টি এমন না। তবে প্রাথমিকভাবে কেন ব্যথা হয় তা জানা যায় না। পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বুকে ব্যথার আসল কারণ বলা বেশ মুশকিল। তবে বুকে ব্যথার সাধারণ কারণ হল হৃদরোগ, হার্ট অ্যাটাক, এসিডিটি। তাই বুকে ব্যথা মানেই হৃদরোগ হয়েছে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই। আসুন জেনে নেই বুকে ব্যথার সম্ভাব্য কারণ কি কি হতে পারে।

১. বুকে ব্যথা অন্যতম প্রধান কারণ হল কার্ডিয়াক বা এনজিনা। যে কোনো বয়সের মানুষ এনজিনাতে আক্রান্ত হতে পারে। এটা নির্ভর হৃদরোগের ধরনের উপর। এক্ষেত্রে বুকের ব্যথা কাঁধ থেকে শুরু হয়ে হাত ও পা পর্যন্ত ছড়াতে পারে।
২. টেনশনের থেকেও বুকে ব্যথা হতে পারে। টেনশনের কারণে ধমনীতে রক্তচাপের মাত্রা বেড়ে যায়। যা ফুসফুস ঠিকমতো নিতে পারে না। ফলে বুক ব্যথা হতে পারে।
৩. এসিডিটি বুকে ব্যথার আরেকটি কারণ। এসিডিটির কারণে বুকে জ্বালা হতে পারে। এ থেকে বারবার ঢেকুর ওঠে, বুক ভার হয়ে যায় এবং কাঁধে ব্যথা হতে পারে।
৪. ফুসফুসে সমস্যা থাকলে তা থেকে বুকে ব্যথার হতে পারে। ফুসফুসের রোগের কারণে ধমনীতে রক্ত জমাট বাঁধে এবং ফুসফুসের টিস্যুতে রক্ত প্রবাহে বাধা দেয়। ফলে বুকে ব্যথা হয়।
৫. মাত্রাতিরিক্ত জাপের কারণে বুকে ব্যথা হতে পারে। কারণ কাজের জাপ থাকলে স্বাভাবিকভাবেই শরীরে চাপ পড়ে। ফলে হৃদস্পন্দন বেড়ে রক্ত প্রবাহ দ্রুত। যা শরীর নিতে পারে না এবং বুকে ব্যথা শুরু হয়।
৬. হতাশা মানুষের শরীরের ব্যাপক ক্ষতি করে। বিশেষ করে হৃদয়ের। মন বিষণœ হলে হৃদস্পন্দনের গতি বেড়ে যায়। ফলে দ্রুত রক্ত প্রবাহিত হয়। আর এ থেকেই বুকে ব্যথা হতে পারে।
৭. পাজর, পেশিতে কোনো ধরনের আঘাতের কারণে বুকে ব্যথা হতে পারে। এমন আঘাত থেকে সৃষ্ট ব্যথা সাধারণত এক জায়হায় চাপ মেরে বা স্থির হয়ে থাকে। অতিরিক্ত কাজ করার জন্য শরীর যখন বিপাকীয় প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত অক্সিজেন পায় না তখন এমন ব্যথা হতে পারে। শরীরের ক্ষমতার চেয়ে বেশি পরিশ্রম করলে এবং ঠিক মতো বিশ্রাম না নিলে বুকে ব্যথা হতে পারে অনেক সময়।
তবে লক্ষ্যণীয় বিষয় হলো কারণ যেটাই হোক না কেন বুকে ব্যথার তা অবহেলা করা ঠিক নয়। চিকিৎসকের কাছে যাওযা উচিত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি