শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পাকিস্তানের আইএসআইপ্রধান হঠাৎ বদলে গেল


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

265576_1

পূর্বাশা ডেস্ক:

একরাতেই পালটে গেল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানের মুখ৷ পাকিস্তান সামরিক গুপ্তচর সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন লে. জে, নাভিদ মুখতার৷ তার পূর্বসূরি লে.জে রিজওয়ান আখতার৷ রোববার রাতে আইএসআই প্রধান ও সেনা কর্তাদের পদে বড়সড় রদবদল হয়েছে পাকিস্তানে৷

মধ্যরাতের কিছু আগে পাকিস্তান সেনার জনসংযোগ বিভাগ (ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন) জানিয়ে দেয় আইএসআই প্রধানের পদে পরিবর্তন করা হলো৷ নতুন কাকে দায়িত্ব দেয়া হচ্ছে তখনই স্পষ্ট করা হয়নি৷ রাতে তা ঘোষণা করা হয়।

দু সপ্তাহ আগে পাক সেনা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জেনারেল কামার বাজওয়া৷ তিনি দায়িত্ব নেয়ার ১৪ দিনের মাথায় আইএসআই থেকে সরে গেলেন লে. জে রিজওয়ান আখতার৷

পাকিস্তানের সংবাদপত্র দি এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, আইএসআই প্রধান নাভিদ মুখতার কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে সমর বিদ্যায় প্রশিক্ষিত৷ পূর্ববর্তী আইএসআই প্রধানের মতো তিনিও মার্কিন মুলুকে সামরিকবিদ্যায় উচ্চ প্রশিক্ষিত৷ করাচির কমান্ড তার অধীনেই ছিল৷



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি