শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভেনেজুয়েলায় ধাতব মুদ্রা ৭২ ঘণ্টার মধ্যে নোটের বদল


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১২.২০১৬

265599_1
পূর্বাশা ডেস্ক:

আগামী ৭২ ঘণ্টার মধ্যে পুরো দেশ থেকে সবচেয়ে বড় মূল্যমানের ব্যাংকনোট সরিয়ে তার বদলে ধাতব মুদ্রা বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা সরকার।

দেশটির সরকার আশা করছে, এর মাধ্যমে মুদ্রা পাচারের সঙ্গে লড়াই করার পাশাপাশি দেশজুড়ে খাদ্যসহ অন্যান্য মৌলিক প্রয়োজনীয় দ্রব্যাদির তীব্র সঙ্কট মোকাবেলা করা সম্ভব হবে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, এত দ্রুত নোট পাল্টে দেয়ার ফলে সীমান্তে সক্রিয় মুদ্রা পাচারকারী চক্রগুলো তাদের কাছে থাকা নোটগুলো বদলানোর জন্য যথেষ্ট সময় পাবে না।

টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মাদুরো বলেন, “দেশ থেকে একবার বের হয়ে যাওয়া নোটগুলো যেন আর ফেরত আনা না যায় এবং সেগুলো বাইরেই আটকা পড়ে, সেজন্য আমি স্থল, জল ও আকাশপথে এর সম্ভাব্য সব ধরণের ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছি।”

এর আগে চলতি মাসেরই প্রথম দিকে ভেনেজুয়েলার কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছিল, ১৫ ডিসেম্বর ৫০০ থেকে ২০ হাজার বলিভার মূল্যমানের ৬টি নতুন নোট বাজারে ছাড়া হবে।

গত কয়েক বছরে ভেনেজুয়েলার ১০০ বলিভার নোটের মূল্য খুব বেশি কমে গেছে। বর্তমানে এর দাম যুক্তরাষ্ট্রের মুদ্রার হিসেবে প্রায় দুই সেন্টের সমান।

দেশটি বিশ্বের সবচেয়ে বেশি মুদ্রাস্ফীতির শিকার দেশগুলোর একটি। সার্বিকভাবেই এটি তীব্র অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে ভুগছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি