সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কক্সবাজার থেকে ৯৬ রোহিঙ্গা ফেরত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

140753bgb_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা অন্তত ৯৬ জন রোহিঙ্গাকে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার সময় ফেরত পাঠিয়েছে বিজিবি। টেকনাফের নাফ নদীর তিনটি পয়েন্টসহ উখিয়ার বিভিন্ন সীমান্তে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠানো হয় বলে জানান বিজিবির কর্মকর্তারা।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, সোমবার সকাল ৭টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ২৬ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠিয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আবু রাসেল সিদ্দিকী বলেন, নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে তিনটি পয়েন্ট দিয়ে সাতটি নৌকায় রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। প্রতিটিতে ১০ থেকে ১৫ জন করে সাতটি নৌকায় ৭০ জনের বেশি রোহিঙ্গা ছিল। বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করেছে। গত ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত  নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী ৭০টি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানান মেজর রাসেল।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলার পর দেশটির সেনাবাহিনী অভিযান শুরু করে। সেই থেকে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিন রোহিঙ্গাবাহী নৌকা ফেরত পাঠাচ্ছে বিজিবি। তার পরও সীমান্ত বাহিনীকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে তারা। আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর রাখাইনে কীভাবে হত‌্যা-ধর্ষণ চলছে সেই বিবরণ সাংবাদিকদের সামনে তুলে ধরেছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব রোহিঙ্গা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি