সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জশনে জুলুস চলছে চট্টগ্রামে নগরীতে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

image-10719
পূর্বাশা ডেস্ক:

১২ রবিউল আউয়াল মহানবী (সা.) এর আগমন উপলক্ষে প্রতিবছরের ন্যয় চট্টগ্রাম নগরীতে চলছে ঈদে মিলাদুন্নবীকে স্বাগত জানিয়ে জশনে জুলুস। আর ঈদ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে বর্নাঢ্য র‌্যালি বের হয়েছে। চট্টগ্রাম নগর জুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের নেমেছে লাখো মানুষের ঢল।

মঙ্গলবার সকাল থেকে নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়ার ময়দান থেকে আল্লামা তাহের শার’র নেতৃত্বে শুরু হয় এ জশনে জুলুস।

সরেজমিনে দেখা গেছে, জুলুছে অংশ নিতে চট্টগ্রাম মহানগরী ও ১৪ জেলা থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রো মোটরসাইকেল প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে করে এ জুলুসে যোগ দেন। আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে জশনে জুলুসে লাখো ভক্ত অনুরাগীদের প্রচারে মুখরিত হয়েছে নগরীর প্রত্যেকটি রাজপথ থেকে শুরু করে অলিগলি পর্যন্ত। এদিকে জুলুসের কারণে নগর জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।

আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বন্দরনগরী চট্টগ্রামের ষোলশহর আলমগীর খানকায়ে কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস বের হয়। ইতিমধ্যে জুলুস বিবিরহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, চকবাজার, চন্দনপুরা, সিরাজুদৌলা রোড হয়ে আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান, গণিবেকারি প্রদক্ষিণ করে পুনরায় চকবাজার, কাতালগঞ্জ, মুরাদপুর হয়ে জায়েমা আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা মাঠের দিকে যাচ্ছে জুলুস।

জুলুস দুপুরে নগরীর জামেয়ার মাঠে গিয়ে সমাবেশে মিলিত হবে। সেখানে আলোচনা সভা ও জোহরের নামাজের পর মুনাজাত শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

জুলুসে আল্লামা তাহের শাহ’র সঙ্গে গাড়িতে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কর্মকর্তারা এছাড়াও আল্লামা তাহের শাহ’র দুই ছেলে কাশেম শাহ ও হামিদ শাহও এবং পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি