মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিজিবি ফেরত পাঠিয়েছে রোহিঙ্গাদের ৬ নৌকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

265929_1
ডেস্ক রিপোর্টঃ

মায়নমারের সেনাবাহিনীর নির্যাতনে দেশ ছেড়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বেশ কয়েকটি নৌকা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্টে দিয়ে প্রবেশকালে ছয়টি নৌকায় থাকা কমপক্ষে ৭০ জন রোহিঙ্গাকে ফেরত পাঠায় বিজিবি।

টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বাংলাদেশ-মায়ানমার সীমান্তের নাফ নদী দিয়ে নৌকায় করে সেদেশের রোহিঙ্গারা টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করছে প্রতিদিন।

তিনি জানান, মঙ্গলবার সকালে নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে ছয়টি নৌকায় করে কমপক্ষে ৭০ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু বিজিবির টহল দল জলসীমার শূন্যরেখা থেকে তাদের ফেরত পাঠায়।

রোহিঙ্গাদের এই অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি