সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শীতের পোশাক এখন বাজারে বাজারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১২.২০১৬

d20b779e61db9eb87fbc6ca85f52d678-untitled-10
ডেস্ক রিপোর্টঃ

ঢাকায় শীত এখনো ততটা জেঁকে বসেনি। তবে আয়োজনে কোনো কমতি নেই। বিক্রেতারা ইতিমধ্যে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন রাজধানীর বাজারগুলোতে। এসব পোশাক শুধু শীতের প্রকোপ থেকে বাঁচতে নয়, এখন ফ্যাশনের অনুষঙ্গও বটে। ছেলেদের জন্য সোয়েটার, জ্যাকেট থেকে শুরু করে জিনসের শার্টসহ আরও নানান কিছু রয়েছে বাজারে। এসবের আবার নকশায় যেমন ভিন্নতা রয়েছে, তেমন রয়েছে রংবেরঙেও।

এ ধরনের কাপড়ের বৈচিত্র্যময় সমাহার রাজধানীর আধুনিক বিপণিবিতানগুলোর চেয়ে বঙ্গবাজার কিংবা নিউমার্কেট এলাকার বিভিন্ন বিপণিবিতানে বেশি রয়েছে। গত সপ্তাহে এসব বিপণিবিতান ঘুরে লক্ষ করা যায়, এখানকার কাপড়ে তরুণদের বেশ আগ্রহ রয়েছে। মূলত রপ্তানির জন্য বাতিল হয়ে যাওয়া গার্মেন্টস পোশাকই বেশি মেলে এখানকার দোকানে। রাজধানীর নূরজাহান মার্কেটের মোরশেদ আলম নামের একজন দোকানি জানালেন, এসব পণ্যের সুতার একটু হেরফের হলেও অর্ডার বাতিল হয়ে যায়। তার মানে পোশাকের মান খারাপ তা কিন্তু নয়। নকশায় বৈচিত্র্য, রংবেরঙের পাশাপাশি তাঁদের কাপড়ের মান ভালো।

গলার নকশার ওপর নির্ভর করে সোয়েটারের ধরন নির্ধারিত হয়। রয়েছে গোল গলা, ভি নেক, টারটল নেক, ক্রু নেক প্রভৃতি। একাধিক দোকানি জানিয়েছেন, তরুণেরা কেনার সময় নকশা কেমন তা বিবেচনা করছেন আগে। হুডিওয়ালা সোয়েটারের প্রতি তাঁদের আগ্রহ বেশি। অনেকেই আবার ভি নেকও চাইছেন। এটি ক্যাজুয়াল ও ফরমাল পোশাকের সঙ্গে ভালো দেখায়। এ ছাড়া রয়েছে সামনে চেইন, হাই নেক, খাটো হাতা, ম্যাগি হাতা ইত্যাদি। রঙের ক্ষেত্রে কালো, লাল, সাদা, নীল, ছাই, সাদা-কালোর শেড, দুই রঙের মিশ্রণ, চেকসহ গাঢ় রং চলছে।.

অন্যদিকে জ্যাকেটের ক্ষেত্রে ফুলহাতা যেমন রয়েছে, হাতা ছাড়া জ্যাকেটও রয়েছে। কোনো জ্যাকেটে আবার হুডি আছে। কোনোটিতে আবার নেই। কামরুল হাসান নামের নিউমার্কেটের এক দোকানের বিক্রয়কর্মী বলেন, জ্যাকেটের চাহিদা প্রতিবারই ভালো থাকে। সোয়েটারের চেয়ে দামটাও একটু বেশি পড়ে। আর তরুণেরা কী বলছেন? বঙ্গবাজারে শীতের পোশাক কিনতে আসা শুভ নামের এক তরুণ বলেন, ‘জ্যাকেট নাকি সোয়েটার কিনব, তা ঠিক করে আসিনি। মূলত নকশার ওপর নির্ভর করেই শীতের কাপড় কিনব।’

সোয়েটার, জ্যাকেট ছাড়াও শীতের কাপড়—শাল, মাফলার, উলের ট্রাউজারও মিলবে কোনো কোনো দোকানে। এর বাইরে তো জিনসের শার্ট-প্যান্ট রয়েছেই।

যেখানে পাওয়া যাবে

ঢাকার নিউমার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান সুপার মার্কেট, পলওয়েল মার্কেট, বঙ্গবাজারসহ নানা স্থানে পাওয়া যাবে ছেলেদের শীতের কাপড়। ধানমন্ডির বিগ বসেও পাওয়া যাবে হরেক রকমের শীতের পোশাক। তাঁদের অধিকাংশ পণ্যই গার্মেন্টসের। একদামের দোকান হলেও দরদাম অনেকটা হাতের নাগালেই। শিক্ষার্থীদের জন্য আবার ১০ শতাংশ ছাড় রয়েছে।

দরদাম

ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, তরুণদের সোয়েটার কিনতে দাম পড়বে প্রতিটি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। ৭০০ থেকে দেড়-দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাবে পছন্দসই জ্যাকেট। তবে ভালো জিনিস কিনতে হলে পরখ করার মুনশিয়ানাও চাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি