সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বহির্নোঙ্গর ও সন্দ্বীপ চ্যানেলে ৫টি লাইটার জাহাজডুবি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

chittagong-map

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ও সন্দ্বীপ চ্যানেলে ৫টি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে একটি জাহাজই ডুবেছে, সেটি হচ্ছে লাবাস-১।

বুধবার সকালে এ জাহাজডুবির ঘটনা ঘটে।

বন্দর সূত্র জানায়, বন্দরের বহির্নোঙ্গরে কর্ণফুলী নদীর মোহনায় ১ ও ৩ নম্বর বয়ার মাঝখানে লাবাস-১ নামের সিমেন্ট ক্লিংকারবাহী একটি লাইটার জাহাজ ডুবে যায়। জাহাজটি ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করে নিরাপদ জোনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বন্দরের  সদস্য (পরিকল্পনা ও প্রশাসন) মো. জাফর আলম।

এদিকে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, সন্দ্বীপ চ্যানেলে সকাল ৭টার দিকে গ্লোরিয়াস শ্রীনগর-৪ নামে ভুট্টাবাহী একটি লাইটার জাহাজ ডুবে যায়। এমবি টিটু নামে আরকেটি লাইটার জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফুটো হয়ে গেলে এ জাহাজ ডুবির ঘটনা ঘটে। এছাড়া দারুল গাফফার নামে আরেকটি পণ্যবাহী লাইটার জাহাজ কুয়াশার কারণে ডুবোচরে ধাক্কা লেগে তলা ফুটো হয়ে এবং সন্দ্বীপ চ্যানেলে আল জামি-২ নামে একটি পণ্যবাহী লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে বলে জানান তিনি। তবে বন্দরের সদস্য জাফর আলম লাবাস-১ ছাড়া অন্য লাইটার জাহাজডুবির ঘটনাগুলো সত্য নয় বলে দাবি করেছেন। তিনি বলেন, আমাদের কাছে একটি জাহাজডুবির কথা জানা আছে আর সেটি হচ্ছে লাবাস-১।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি