সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংবাদিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

178118_12

পূর্বাশা ডেস্ক:

নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে শহীদ বুদ্ধিজীবীদের। ‍শ্রদ্ধা নিবেদেন করেছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

মঙ্গলবার রাত ১২টা ১ মিনিটের পর থেকে বুধবার দুপুর পর্যন্ত চট্টগ্রামের কেন্দ্রীয় এই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ। এসময় তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নারকীয় হত্যাযজ্ঞের শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাবেক সভাপতি অঞ্জন কুমার সেন, মোস্তাক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী প্রমুখ।

এদিকে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরেণ্য সমাজবিজ্ঞানী ও একুশে পদক প্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন। এতে সভাপতিত্ব করে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. শামসুল আরেফিন।

বুধবার বিকেলে ডিসি হিল নজরুল স্কয়ার প্রাঙ্গনে ১২ দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এতে প্রধান বক্তা হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মো. সাহাব উদ্দিন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি