শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লন্ডন মহানগর বিএনপরি সম্মলেনে মারামারি, গুরুতর আহত ১ –


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:

লন্ডন মহানগর বিএনপির সম্মেলনে মারামারির ঘটনায় যুক্তরাজ্য জাসাস সভাপতি এম এ সালামসহ বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে। এম এ সালামকে রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা জানিয়েছেন রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে লন্ডন মহানগর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ঘটে।

সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন তার বক্তব্যে সম্মেলনের অস্বচ্ছতা তুলে ধরে বক্তব্য দিতে থাকলে উপস্থিত বেশ কিছু নেতাকর্মী তাকে স্বাগত জানিয়ে ইয়েস ইয়েস বলে সমর্থন জানান। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক নেতাকর্মীদের বাহবা দিতে বারণ করলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন আকতার হোসেনের বক্তব্যকে সমর্থন করেন এবং এর প্রতিবাদে বেশ কিছু নেতাকর্মী স্টেজে চলে আসার চেষ্টা করে। তাদের সাহায্য করতে যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছুড়াছুড়ির ঘটনা ঘটে।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকলে বিক্ষিপ্তভাবে প্রায় আধা ঘণ্টা সংঘর্ষ হয়।

এতে মারামারি থামাতে গিয়ে চেয়ারের আঘাতে মাথায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন যুক্তরাজ্য জাসাস সভাপতি এম এ সালাম। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এম এ সালামের মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হয়।

এদিকে সংঘর্ষ চরম আকার ধারণ করলে হল কর্তৃপক্ষ পুলিশ ডাকতে বাধ্যহন। এ সময় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে সম্মেলন স্থল থেকে নেতাকর্মীদের বের করে দেয়া হয়।

এদিকে লন্ডন মহানগর বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম জানিয়েছেন, সম্মেলন সফল হয়েছে। দ্রুত কমিটি ঘোষণা করবেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ। যারা ইচ্ছাকৃতভাবে সম্মেলনে এসে বিশৃঙ্খলা করেছেন তাদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা গ্রহণ করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি