সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শীতের পোশাক বাছাইয়ে জন্য কিছু টিপস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৬

image-10844
ডেস্ক রিপোর্টঃ

বাইরের আবহাওয়া এখন বেশ ঠাণ্ডা। তাছাড়া সন্ধ্যা পেরোলেই কুয়াশা পড়তে শুরু করে। ফলে এই ঠাণ্ডা থেকে নিজেকে বাঁচাতে শীতের পোশাক কিনতে ছুটছে সবাই। আবার শীত কাটানোর পাশাপাশি স্টাইলের বিষয়টিও খেয়াল রাখা দরকার। তাই শীতের পোশাক বাছাই নিয়ে অনেকেই চিন্তিত। এ জন্যই আজ রইলো শীতের পোশাক বাছাইয়ে কিছু পরামর্শ।

– শীতের পোশাক বাছাইয়ের ক্ষেত্রে পোশাকের দৈর্ঘ্য বিবেচনায় রাখা দরকার। পোশাকটি যেন অতিরিক্ত লম্বা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। গরম কাপড় উরুর মাঝামাঝি থেকে হাঁটুর উপর পর্যন্ত হলেই সব থেকে মানানসই হবে।

– শীতে গাঢ় রং বেশি ভালো মানায়। এ সময় আবহাওয়া ঘোলাটে থাকায় গাঢ় রংগুলো ভালো লাগে। এক্ষেত্রে বাদামি, কালো, গাঢ় নীল ইত্যাদি রং বেশ মানানসই।

– যারা খাটো তাদের এক রংয়ের পোশাকে বেশি ভালো মানাবে। আর খানিকটা লম্বা হলে বিভিন্ন প্যাটার্ন বেছে নিতে পারেন। পোশাকে ভিন্নতা আনতে বেল্ট ব্যবহার করা যেতে পারে।

– এ মৌসুমে গলা বন্ধ বা উঁচু গলার পোশাক বেছে নেয়া উচিত। এতে গলায় এবং বুকে ঠাণ্ডা লাগবে না। মেইকআপ যতটা হালকা হবে ততই ভালো। ত্বকের স্বাভাবিক রং বজায় রেখে মেইকআপ করতে হবে। তবে শীতে চোখে গাঢ় কাজল এবং শ্যাডো বেশ মানায়। তাছাড়া গাঢ় লিপস্টিকও লাগানো যেতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি