রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আদালতে ভাড়াটে কর্মী, তথ্য পাচারের আশঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৬

266396_1

পূর্বাশা ডেস্ক:

ঢাকার নিম্ন আদালতের একাধিক এজলাসে সরকারি কর্মচারীদের পাশাপাশি কাজ করছেন বেসরকারি কর্মচারীরাও। সংশ্লিষ্ট আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) প্রতিদিন নগদ টাকার বিনিময়ে এসব কর্মচারীকে দিয়ে বিচারসংশ্লিষ্ট বিভিন্ন কাজ করিয়ে নেন। তবে তাদের কাজের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। সরকারি কর্মচারীদের মতো তাদের জবাবদিহিও নেই। ফলে এই অব্যবস্থাপনার সুযোগে আদালতের গোপন তথ্য পাচার হওয়াসহ বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন আইনজীবীরা।

ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতের জিআর শাখা, সিএমএম আদালতের বিভিন্ন এজলাস, ঢাকার মহানগর দায়রা জজ আদালত, জেলা জজ আদালত ও ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতসহ একাধিক আদালতে এসব লোক দৈনিক নগদ টাকার বিনিময়ে কাজ করছেন। আদালতের ভাষায় তাদের ওমেদার বলা হয়।

ওমেদারদের দিয়ে বিভিন্ন মামলার নথিতে আদেশ, গ্রেফতারি পরোয়ানা, কজলিস্ট, সমন, বিভিন্ন রেজিস্টারে গুরুত্বপূর্ণ তথ্য লিখিয়ে নেন পেশকাররা।

ঢাকা বারের ভুক্তভোগী আইনজীবী মোস্তফা কামাল জানান, তিনি আদালত থেকে পাঠানো একটি ভুয়া মামলায় গ্রেফতার হয়েছিলেন।

তিনি জানান, গ্রেফতারি পরোয়ানায় দেখা যায়, ২০১৬ সালের ১৫ জুন ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজি আদালত থেকে বিচারক ইমরুল কায়েস তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

কিন্তু মামলার নথিতে দেখা যায়, এ তারিখে মোহাম্মদ মোস্তফা কামাল নামে কোন আসামিকে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়নি।

‘এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতের পেশকারের দৃষ্টি আকর্ষণ করা হলে ওমেদার মো. হাসান এ গ্রেফতারি পরোয়ানা তৈরি করেছেন বলে জানান তিনি। পরে ঢাকার দ্রুত বিচার আদালতে পুলিশ আমাকে হাজির করলে গ্রেফতারি পরোয়ানা দেখে বিচারক মুক্তির নির্দেশ দেন’ বলেন মোস্তফা কামাল।

তিনি জানান, ওমেদার আদালতের কোনো কর্মচারী নন। পেশকার নিজের প্রয়োজনে তাকে নগদ টাকা দিয়ে কাজ করান। পেশকাররা একজন অজ্ঞ লোক দিয়ে এতবড় গুরুত্বপূর্ন কাজ করান তা হতাশাজনক। এ প্রক্রিয়ায় আইনি কাজ চালালে বিচারপ্রার্থীসহ আদালতের বড় ধরনের ক্ষতি হতে পারে। এসব বিষয়ে সংশ্লিষ্ট আদালতের প্রিজাইডিং অফিসারের বিশেষ নজর দেওয়া উচিত বলেও মনে করি তিনি।

আইনজীবী অজিত শীল জানান, একটি আদালতে স্টেনোগ্রাফার, বেঞ্চ সহকারী, প্রসেস সারভার ও পিয়ন থাকেন। আদালত কর্তৃপক্ষ ও আইন মন্ত্রণালয়ের আদেশে সরকার তাদের নিয়োগ দিয়ে থাকে। কিন্তু ওমেদার ওমেদার আদালতের কোনো কর্মী নন। তারা নগদ টাকার বিনিময়ে পেশকারের হয়ে দৈনিক ভিত্তিতে আদালতে কাজ করেন। তাদের কোনো জবাবদিহিও নেই। নতুন আইনজীবীদের কাছ থেকে বিভিন্নভাবে তারা টাকাপয়সা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। জবাবদিহি ও দাপ্তরিক অভিজ্ঞতা না থাকায় ওমেদারদের দিয়ে কাজ করানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন অজিত শীল।

তিনি বলেন, ‘আদালতের কাজ খুব গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর। কোনো একটা ভুল লেখায় নিরপরাধ ব্যক্তি বিপদে পড়তে পারেন। আর এতে আদালতের প্রতি জনগণের বিরূপ প্রতিক্রিয়া জন্মাতে পারে। তাই আদালতে বৈধ ও অভিজ্ঞ লোক দিয়ে কাজ করানো উচিত।’

ঢাকার ২৮ নম্বর আদালতের পেশকার মোহাম্মদ পারভেজ পরিবর্তন ডটকমকে জানান, এ আদালতেও ওমেদার রয়েছেন। তবে তারা কীভাবে নিয়োগ পেয়েছেন তা তিনি জানেন না।

তিনি বলেন, ‘আমি যখন অন্য আদালত থেকে বদলি হয়ে এসেছি তখন ওমেদারকে পেয়েছি। ওমেদারের কোনো নির্দিষ্ট বেতন নেই। আইনজীবীরা বকশিসের বিনিময়ে তাদের দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নেন।’

ঢাকার সিএমএম আদালতের রেকর্ড কিপার মো. শাকিল জানান, ওমেদার নিয়োগের কোনো বিধান নেই। তাদের পেশকার বা জারিকারকরা নিয়োগ দেন। ওমেদারদের কোন নির্দিষ্ট বেতন নেই। আদালতের কাজ বেশি হওয়ায় তাদের রাখা হয়।

তিনি বলেন, ‘আমি আগে নকল খানায় প্রধান তুলনাকারক থাকার সময় ওমেদার ছিল। আইনজীবী তাদের ফি হিসেবে বকশিস দিতেন, এখনও দেন।’

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের জিআর শাখার ওমেদার মোহাম্মদ খাজা জানান, আইনজীবীদের দেওয়া বকশিসে তারা চলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি