রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ১৫ দিনের মধ্যে পাঁচ মুক্তিযোদ্ধার সন্তানকে নিয়োগের নির্দেশ


১৫ দিনের মধ্যে পাঁচ মুক্তিযোদ্ধার সন্তানকে নিয়োগের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৬

hc20161215020012
নিজস্ব প্রতিবেদক:

চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়া পাঁচ মুক্তিযোদ্ধার সন্তানকে খাদ্য পরিদর্শক পদে নিয়োগ দিতে খাদ্য সচিব ও অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজন্য তাদের ১৫ দিন সময় দেয়া হয়েছে। একইসঙ্গে আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

বুধবার ওই দুই সরকারি কর্মকর্তার উপস্থিতিতে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এরআগে, হাইকোর্ট গত ২২ নভেম্বর এক আদেশে ৬ ডিসেম্বরের মধ্যে ৭ মুক্তিযোদ্ধার সন্তানকে খাদ্য পরিদর্শক, খাদ্য উপ-পরিদর্শক ও খাদ্য উপসহকারী পরিদর্শক পদে নিয়োগ সম্পন্ন করতে নির্দেশ দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশ যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় তাদের গত ১১ ডিসেম্বর তলব করেন আদালত। এ নির্দেশে বুধবার খাদ্যসচিব এ এম বদরুদ্দোজা ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান হাজির হন। এদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। চাকরিপ্রার্থীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার ইব্রাহিম খলিল।

আদালতে খাদ্য সচিব বলেন, ইতোমধ্যেই , খাদ্য উপ-পরিদর্শক ও খাদ্য উপসহকারী পরিদর্শক হিসেবে দুইজনকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি পাঁচজনের নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) সুপারিশ পাঠানো হয়েছে। ১ জানুয়ারি সুপ্রিম কোর্ট খোলার (অবকাশকালীন ছুটি শেষে) আগেই আদালতের আদেশ বাস্তবায়ন করা হবে। এ পর্যায়ে আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করেন।

মুক্তিযোদ্ধা সন্তান কোটায় পরীক্ষা দিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না দেয়ায় ২০১০ সালে গাজী শফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আনিসুজ্জামান তালুকদার, জালাল উদ্দিন সরদার, নুরানী সুলতানা, মো. ফরদৌস আলম ও আতিকুল ইসলাম হাইকোর্টে রিট আবেদন করেন। ২০১২ সালে হাইকোর্ট এক রায়ে ৭ জনকে নিয়োগের নির্দেশ দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন খাদ্য অধিদফতর।

পরে খাদ্য অধিদফতরের আবেদন আপিল বিভাগ ২০১৪ সালে খারিজ করে দেন। এরপরও ওই সাতজনকে নিয়োগ না দেয়ায় তারা গতবছর খাদ্য সচিব ও খাদ্য অধিদফতরের মহাপরিচালকের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এ মামলায় খাদ্য সচিব ও খাদ্য অধিদফতরের মহাপরিচালকে কেন আদালত অবমাননায় শাস্তি দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

পরবর্তীতে গত ২২ নভেম্বর হাইকোর্ট পৃথক এক আদেশে খাদ্য অধিদফতরের মহাপরিচালককে ৬ ডিসেম্বরের মধ্যে হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে বলেন। রায় বাস্তবায়নে ব্যর্থ হলে ১৩ ডিসেম্বর খাদ্য অধিদফতরের মহাপরিচালককে আদালত অবমাননার বিষয়ে রায় গ্রহণ করতে সশরীরে হাজির হতে বলা হয়। একইসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হাজির হতে বলা হয়।

এরই মধ্যে গত ১১ ডিসেম্বর খাদ্য মহাপরিচালকের পক্ষ থেকে একটি প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, দুইজনকে ইতিমধ্যেই নিয়োগ দেয়া হয়েছে। বাকি পাঁচজনের নিয়োগের বিষয়ে খাদ্য সচিবকে লিখিতভাবে জানানো হয়েছে।

এ অবস্থায় ১৩ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় খাদ্য সচিব ও খাদ্য অধিদফতরের মহাপরিচালক আদালতে হাজির হন এবং রায় বাস্তবায়নের অঙ্গীকার করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি