শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৬

1558533_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

বাবর ২ নামে একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর আন্তসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বুধবার এ খবর জানানো হয়।

তবে পরীক্ষাটি কোথায় চালানো হয়, তা প্রকাশ করেনি আইএসপিআর। জেনারেল যুবায়ের মাহমুদ বলেন, বাবরের সফল পরীক্ষা পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের সামর্থ্যকে আরও বৃদ্ধি করল।

লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর সময় সেখানে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল যুবায়ের মাহমুদ হায়াত, স্ট্র্যাটেজিক প্লান বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, স্ট্র্যাটেজিক বাহিনীর সদস্য এবং স্ট্র্যাটেজিক সংগঠনের বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি