শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভোটে রাশিয়ার হ্যাকের কথা জানতেন ট্রাম্প: হোয়াইট হাউস


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৬

70b1904fa2f67216e562e69d6b1272fd-550x309

ডেস্ক রিপোর্ট : মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে অবগত ছিলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের প্রাক্কালে রাশিয়া ডেমোক্রেটদের প্রচারাভিযানকে ধারাবাহিক হ্যাকিংয়ের মাধ্যমে বাধাগ্রস্থ করেছিলো। হোয়াইট হাউসের মুখপাত্র জোস আর্নেস্ট বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেন।

আর্নেস্ট বলেন, ‘নির্বাচনী দিনের অনেক আগে রাশিয়ার হ্যাকিং সম্পর্কে প্রচুর তথ্য রয়েছে এবং অক্টোবরের বেশ আগে থেকেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্প তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীকে আঘাত করার জন্য রাশিয়ার কাছে সহযোগিতা করে আসছিলেন।’

আর্নেস্ট আরও বলেন, ‘এটা নিশ্চিত যে, ট্রাম্প হ্যাকিং সম্পর্কে সম্পূর্ন অবগত ছিলেন। তিনি জানতেন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভরাডুবি ঘটাবে।’

হোয়াইট হাউস জানায়, ট্রাম্প রাশিয়াকে বরাবরই অনুপ্রেরণা দিচ্ছিলো যেন তারা তাদের হ্যাকিং কার্যক্রম অব্যাহত রাখে। জুলাই মাসে দেওয়া ট্রাম্পের এক ভাষণের উদ্ধৃতি দিয়ে হোয়াইট হাউস কতৃপক্ষ আরও জানায়, সেই ভাষণে ট্রাম্প রাশিয়াকে উদ্দেশ্য করে দাবি করে তারা যেন হিলারির ডিলিট করে দেওয়া ই-মেইলগুলো জনসম্মুখে প্রকাশ করে দেয়। তারই ধারাবাহিকতায় সেসময় হিলারির প্রচারণা ম্যানেজার জন পদেস্তার ই-মেইল তার সার্ভার থেকে চুরি যায়।

গত সপ্তাহেই আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে দাবি করা হয়, ট্রাম্পকে সহযোগিতা করার উদ্দেশ্যে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করেছিলো।

মঙ্গলবার ডেমোক্রেটিক নেতা হ্যারি রেইড বলেন, ‘নির্বাচনী হ্যাকগুলো ওয়াটার গেট কেলেঙ্কারী এবং নাইন-ইলেভেনের হামলার মতোই একটি দুর্যোগ।

ট্রাম্পের প্রচারণা ম্যানেজার ক্যালিয়ানে কনওয়ে ফক্স নিউজকে সোমবার রাতে এক সাক্ষাতকারে বলেন, ‘সিআইএ’র দেওয়া রিপোর্টকে ট্রাম্প সিরিয়াসলি নিয়েছেন এবং মনে করছেন যে তার জয়কে কালিমা লেপন করতেই বিরোধীরা ওই রিপোর্টকে প্রভাবিত করেছে।’

তিনি বলেন, ‘রিপোর্টটিতে রাজনীতির গন্ধ ছিলো। ট্রাম্পের প্রেসিডেন্সির আমলে আমরা কোন বিদেশী হস্তক্ষেপ চাইনা। আমরা চাই গোয়েন্দা সংস্থাগুলো রাজনীতির প্রভাবমুক্ত থাকুক।

সম্প্রতি এক টুইটেও ট্রাম্প সিআইএ রিপোর্টে রাশিয়ার উপর দোষ চাপানোতে সন্দেহ প্রকাশ করেছিলেন।

দ্য হিল



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি