রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে প্রশিক্ষণের বিকল্প নেই


প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে প্রশিক্ষণের বিকল্প নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৬

pm-550x367

ডেস্ক রিপোর্টঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে দেশকে এগিয়ে নিতে হবে।

রাজধানীর শাহবাগে বিসিএস প্রশিক্ষণ একাডেমিতে ৯৮ এবং ৯৯ এর আইন ও প্রশাসন কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে অবকাঠামো থেকে শুরু করে যা যা প্রয়োজন সব ধরণের ব্যবস্থা আমার গ্রহণ করি। কেননা আমরা জানি যে আমাদের দেশকে এগিয়ে নিতে প্রশিক্ষণ একান্তভাবে প্রয়োজন।

তিনি বলেন, বিসিএস প্রশাসনের নবীন কর্মকর্তাদের জন্য আইন ও প্রশাসন কোর্স অত্যান্ত গুরুত্বপূর্ণ। এই কোর্সের মাধ্যমে নবীন কর্মকর্তারা নিজেদের দায়িত্ব কর্তব্য পালনে প্রশাসনিক বিধি-বিধান সর্ম্পকে জ্ঞান অর্জন করতে পারেন। আমি আশা করি এই প্রশিক্ষণ কোর্স কর্মকর্তাদের প্রশাসনিক দায়িত্ব পালনে সহায়ক হবে এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে সক্ষম হবেন।

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান আমলে আমাদের কোন অধিকারই ছিলো না। আমরা ছিলাম সবচেয়ে অবহেলিত। পাকিস্তান আমলে এমনও দিন ছিলো যেখানে বাঙালীদের অবস্থান একেবারেই নিষ্ক্রিয় ছিলো। সামরিক, প্রশাসনিক, দপ্তরিক থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বাঙালীরা প্রচন্ড অবহেলিত ছিলো। এই অবহেলিত বাঙালীর কথাই জাতির পিতা সবসময় চিন্তা করেছেন। সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায় আজ প্রশাসন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই বাঙালীদের অবস্থান দৃঢ়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি