শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অবশেষে জন কেরি ও সিআইএ তুরস্কের কাছে ক্ষমা চাইলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

266902_1
ডেস্ক রিপোর্টঃ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং দেশটির গোয়েন্দা সংস্থা সিআইএ অবশেষে তুরস্কের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। ২০১৪ সালে মার্কিন পররাষ্ট্র দফতর এবং সিআইএ অভিযোগ করেছিল, তুরস্ক জঙ্গি সংগঠন আইএসের কাছ থেকে তেল কিনে থাকে, যা আইএসকে শক্তিশালী করতে ভূমিকা রাখে।

যদিও তখন আংকারা এমন অভিযোগকে ভিত্তিহীন বলে বারবার বলে আসছিল।

এরপর একাধিকবার যুক্তরাষ্ট্রের কাছে তাদের অভিযোগের পক্ষে প্রমাণ দেয়ার আহবান করেছিল তুরস্ক। কিন্তু সে আহবানে সাড়া দেয়া হয়নি।

সর্বশেষ এ প্রমাণ সরবরাহ করতে ব্যর্থ হয়ে ক্ষমা প্রার্থণা করলেন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং সিআইএ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি