শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজনৈতিক দলের অ্যাকাউন্টে কালো টাকা দিলেই সাদা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

266926_1
ডেস্ক রিপোর্টঃ

এবার কালো টাকা কোনো রাজনৈতিক দলের অ্যাকাউন্টে দিলেই সাদা। কোনো রাজনৈতিক দলের অ্যাকাউন্টে পুরনো বাতিল নোট জমা পড়লেও, তার জন্য কোনো আয়কর দিতে হবে না। তবে, ব্যক্তিগত অ্যাকাউন্টে কার কত টাকা জমা পড়ছে, সেদিকে খেয়াল রাখা হবে।

শুক্রবার এমনটাই ঘোষণা করেছেন ভারতের কেন্দ্রীয় রাজস্ব সচিব হাসমুখ আঢ়িয়া।

কৃষকদের টাকা জমা করার ক্ষেত্রেও কিছুটা ছাড় দেওয়া হচ্ছে। প্যান কার্ড না-থাকলেও তারা অ্যাকাউন্টে জমা করা টাকায় কর ছাড় পেতে পারেন। তবে, সেক্ষেত্রে সেল্ফ-ডিক্লারেশন দিয়ে জানাতে হবে বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম।

আয়কর আইন ১৯৬১-র ১৩এ ধারার উল্লেখ করে রাজস্বসচিব বলেন, রাজনৈতিক দলের অ্যাকাউন্টে ৫০০ ও ১০০০ টাকার নোট জমা পড়লে, তা আয়কর মুক্ত।

কিন্তু নিজের অ্যাকাউন্টে টাকা জমা করলে, তার জন্য নিয়ম মতোই কর দিতে হবে। তবে, একটি শর্তও রাজনৈতিক দলগুলোর জন্য জুড়ে দেয়া হয়েছে। এ জন্য দলগুলোকে আয়ব্যয়ের খাতা ও সেই সংক্রান্ত নথি গুছিয়ে রাখতে হবে। চার্টার্ড অ্যাকাউন্টকে দিয়ে তা অডিটও করাতে হবে।

রাজনৈতিক দলের জন্য কেন্দ্রের এই নয়া বিধি নিয়ে, নানা মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। কেন্দ্রের এই নয়া নীতি বিভ্রান্তিকর বলেই মনে করছেন তারা।

একটি মহলের বক্তব্য, রাজনৈতিক দলের অ্যাকাউন্টে বড় বড় শিল্পপতিদের কালো টাকা রাখার সুযোগ করে দিতেই এই ব্যবস্থা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি