শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দিল্লিতে দিনে গড়ে ৬ নারী ধর্ষিত হন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

44994_child-girl

পূর্বাশা ডেস্ক:

দিল্লিতে প্রতিদিন গড়ে ৬ জন নারীকে ধর্ষণ করা হয়। ২০১২ সালের ১৬ই ডিসেম্বর দক্ষিণ দিল্লিতে একটি চলন্ত বাসে এক মেডিকেল পড়ুয়া ছাত্রীকে গণধর্ষণ করে ৫ নরপিশাচ। তারপর মারা যান ওই ছাত্রী। এরপর থেকে দিল্লিতে ধর্ষণ বাড়ছেই। ওই বছরে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের কাছে নিবন্ধিত হয়েছে ৭০৬টি ধর্ষণের অভিযোগ। তারপর থেকে এ সংখ্যা শুধু বাড়ছেই। ২০১৩ সালে ধর্ষিত হয়েছেন ১৬৩৬ নারী। ২০১৪ সালে এ সংখ্যা বেড়ে হয়েছে ২১৬৬। ২০১৫ সালে ধর্ষিত হয়েছেন ২১৯৯ জন। এ বছর ৩০শে নভেম্বর পর্যন্ত ধর্ষিত নারীর সংখ্যা ছিল ১৯৮১। এসব সংখ্যা শুধু থানায় মামলা বা অভিযোগ করেছেন এমন নারীর। কিন্তু লোকলজ্জা ও সামাজিকতার ভয়ে অনেক ধর্ষণের কথা চাপা দিয়ে রাখেন অনেক নারী, যুবতী। এগুলো গণনায় আনা হলে নিশ্চয়ই এ সংখ্যা আরও বেশি হতো। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। নারী অধিকার কর্মী কবিতা কৃষ্ণান বলেছেন, ধর্ষণের বিষয়টি যখন সামনে আসে তখনতো শুধু দিল্লির কিছু এলাকার সামান্য অংশের ঘটনা সামনে আসে। এর প্রেক্ষিতে এসব সংখ্যা দিয়ে অপরাধের সূচক নির্ণয় করা যায় না। যদিও পুলিশ তৎপর হয়েছে, তা সত্ত্বেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয় নি। দিল্লিতে নির্ভয়া ঘটনার পর যা-ই পরিবর্তন হয়েছে বা হয় নি? এখনও ধর্ষণের অভিযোগে অভিযুক্তদের শাস্তি দেয়ার হার উদ্বেগজনক কম। এটাই এখনও উদ্বিগ্ন হওয়ার বড় একটি কারণ।

দিল্লি পুলিশের ডাটা অনুযায়ী, মামলার মধ্যে শতকরা মাত্র ২৯.৪ ভাগের শাস্তি দেয়া হয়েছে ২০১৫ সালে। এ বিষয়ে পুলিশের ব্যাখ্যা াছে। তারা বলছে, ২০১২ সালের ১৬ই ডিসেম্বরের গণধর্ষণের ফলে আইন সংশোধন করা হয়েছে। তার ফলে অনেক বেশি ধর্ষণের মামলা নিবন্ধিত হচ্ছে। কিন্তু গড়ে একটি মামলা শেষ হতে ৫ বছর লেগে যাচ্ছে। দিল্লিতে এই ধর্ষণ বাড়ার কারণ নিয়ে অনেক কথা আছে। অনেকে পরিবহন ব্যবস্থার কথা বলেন। বলা হয়, পর্যাপ্ত পরিবহন পাওয়া যায় না। এ কারণে গত বুধবারও অন্য কোনো পরিবহন না পেয়ে একটি গাড়ি ভাড়া নিয়েছিলেন এক নারী। তাকে সেদিন ধর্ষণ করা হয়েছে ওই গাড়ির ভিতরে। এ ছাড়া জনগণ ও পুলিশের অনুপাতও অসন্তোষজনক। রাজধানী দিল্লিতে প্রতি ৮০০ মানুষের বিপরীতে রয়েছে একজন পুলিশ। এ বছর নরপিশাচদের টার্গেটে সবচেয়ে বেশি পড়েছে সংখ্যালঘু মেয়েরা। মার্চ মাসে ৪৮ ঘন্টার মধ্যে তিন থেকে আট বছর বয়সের মধ্যে সংখ্যালঘু তিনটি মেয়ে আলাদাভাবে ধর্ষিত হয়েছে। সেপ্টেম্বরে পশ্চিম দিল্লিতে এক প্রতিবেশী মাত্র এক বছর বয়সী একটি মেয়ে শিশুকে অপহরণ করে তাকে ধর্ষণ করে। দিল্লিতে প্রতি মাসে গড়ে ৫ জন সংখ্যালঘু মেয়ে যৌন নির্যাতনের শিকার হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি