শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৭১’ এর ভুল স্বীকার করলো পাকিস্তানের জাতীয় পরিষদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

44987_national-assembly

পূর্বাশা ডেস্ক:

পাকিস্তানের জাতীয় পরিষদে ১৯৭১ সালের ভুলের কথা স্বীকার করে নেয়া হয়েছে। শুক্রবার এক অধিবেশনে পাকিস্তানের রেলমন্ত্রী খাজা সা’আদ রফিকি বলেছেন, আয়ুব খানের স্বৈরতান্ত্রিক শাসনের পিরিয়ড ও পরে ১৯৭০ সালের জাতীয় নির্বাচনের ফল মেনে না নেয়ার ফলেই মূল বিয়োগান্তক ঘটনা (ট্রাজেডি) ঘটেছে। সেই পুরো ট্রাজেডি থেকে ১৬ই ডিসেম্বর কি সে সম্পর্কে সবাইকে, বিশেষ করে রাজনীতিকদের শিক্ষা নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এ খবর দিয়েছে পাকিস্তানের অনলাইন দ্য নিউজ। এতে বলা হয়, শুক্রবার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার মুর্তজা জাভেদ আব্বাসীর সভাপতিত্বে ওই অধিবেশন শুরু হয়। এতে ১৬ই ডিসেম্বর ঢাকার পতন ইস্যুতে বক্তব্য রাখেন রেলমন্ত্রী খাজা সা’আদ রফিকি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি