শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দূষণ কমাতে চীনে ১২শ কারখানা বন্ধের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

beijing20161217105333
আন্তর্জাতিক ডেস্ক:

দূষণ কমাতে চীনের রাজধানী বেইজিংয়ের ১২শ’ কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় তেল শোধনাগার প্রতিষ্ঠান সিনোপ্যাক এবং কফকো ফুড প্লান্টের নামও রয়েছে। খবর রয়টার্সের।

দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় বেইজিংয়ে শুক্রবার রাতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত এই অ্যালার্ট জারি থাকবে। দূষণের কারণে চীনের উত্তরাঞ্চলে কুয়াশাচ্ছন্ন অবস্থা তৈরি হওয়ার কারণেই এ ধরনের সতর্কতা জারি করা হয়েছে।

যে সব প্রতিষ্ঠানের কারণে পরিবেশ দূষিত হচ্ছে সেগুলোকে তাদের উৎপাদন সীমিত করার নির্দেশ দিয়েছে পৌর সরকার।

এছাড়া ৭শ’ কোম্পানীকে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি