শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৩০ সেকেন্ডের জন্য ডুবে যায় টাইটানিক!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৬

1463359120_taitanik

পূর্বাশা ডেস্ক:

মাত্র ৩০ সেকেন্ড। সময়ের হিসাবে সামান্য হেরফের, তাই না? কিন্তু এই হেরফেরে তৈরি হতে পারে ইতিহাস। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমনটাই বলা হয়েছে। টাইটানিক বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী। কিন্তু মাত্র ৩০ সেকেন্ডের হেরফেরে ডুবে গিয়েছিল এ জাহাজ। সলিল সমাধি হয়েছিল কয়েক শ’ মানুষের। ১৯১২ সালের ১৫ এপ্রিল সকালে লোনা জলের বুকে ইতিহাসের অন্যতম বৃহৎ মর্মান্তিক ঘটনাটি ঘটে গিয়েছিল সময়ের এই ছোট্ট হিসাবেই। টাইটানিককে বাঁচানোর জন্য হাতে মাত্র ৩০ সেকেন্ড সময় ছিল। হয়ত বাঁচিয়ে দেয়া যেত; কিন্তু যায়নি। কী ঘটেছিল সেদিন?

খবরে দাবি করা হয়েছেÑ ঠিক যে মুহূর্তে হিমশৈলটি নাবিকদের চোখে পড়ে, তারা বিষয়টি জাহাজের দায়িত্বে থাকা অফিসারকে জানিয়েছিলেন। আর সেখানেই মোক্ষম একটি ভুল করে ফেলেন জাহাজের অফিসার ইনচার্জ উইলিয়াম মার্ডক। জাহাজের পথ পাল্টানোর নির্দেশ দিতে তিনি সময় নিয়েছিলেন পাক্কা ৩০ সেকেন্ড।

আগে মনে করা হতোÑ মার্ডক সঙ্গে সঙ্গেই জাহাজের পথ পাল্টানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তখন কাজ হয়নি। বলা হয়েছিল যে, হিমশৈলটি দেখতেই দেরি করে ফেলেছিলেন নাবিকরা। যে সময় তারা মার্ডককে সতর্ক করেন, সে সময়ে জাহাজের পথ পাল্টেও কিছু করার ছিল না।

গবেষণায় দেখা গেছে, বাস্তবে ঘটেছিল উল্টোটাই। গবেষকরা বলছেন, জাহাজের গতিমুখ পাল্টালে কী হতে পারে, তা নিয়ে দ্বিধায় ছিলেন মার্ডক। তিনি ভেবেছিলেন, এক বিপদ থেকে বাঁচতে আরও বড় বিপদে পড়তে পারে তাদের প্রিয় টাইটানিক। পরের খবর তো সবার জানা। -ডেইলি মেইল ও ফক্স নিউজ অবলম্বনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি