মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোগী মাত্র পাঁচজন ১০০ শয্যার হাসপাতালে !


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৬

267202_3

ডেস্ক রিপোর্টঃ

গুরুত্বপূর্ণ বিভাগ, বিশেষজ্ঞ চিকিৎসক, তত্ত্বাবধায়ক, পর্যাপ্ত প্রশাসনিক কর্মকর্তা, সেবিকা, ওয়ার্ডবয় ও আয়াসহ ৯২ জন কর্মকর্তা-কর্মচারী থাকলেও রোগী শূন্যতায় ভুগছে আধুনিক মানের ১০০ শয্যাবিশিষ্ট রাজধানীর রেলওয়ে জেনারেল হাসপাতাল। ফাঁকা পড়ে থাকছে বহির্বিভাগ, জরুরি বিভাগ, মেডিসিন, সার্জারি, ডেন্টাল, মহিলা ও পারিবারিক স্বাস্থ্য বিভাগের মত গুরুত্বপূর্ণ ইউনিটগুলো।

গত রোববার সারা দিন হাসপাতালটিতে অবস্থান করে মাত্র পাঁচজন রোগী পাওয়া যায়। আর তাদের চিকিৎসার দায়িত্বে ছিলেন ১৫ জন ডাক্তার, ১০ জন নার্স, বেশ কিছু ওয়ার্ডবয় ও উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা কর্মচারী। তাই রোগীদের আকৃষ্টি করতে হাসপাতালের বহির্ফটক সাইনবোর্ডের নিচে মোটা অক্ষরে লেখা রয়েছে ‘রেলওয়ে জেনারেল হাসপাতালে বর্তমানে রেলওয়ের নিজস্ব কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সর্বসাধারণের চিকিৎসা প্রদান করা হয়।’

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে এখানে রেল খাতের ৯ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্তিতে ছয়জন ডাক্তার আছেন। এর মধ্যে পাঁচটি কনসালটেন্ট ও একটি সুপারিনডেনটেন্ট পদ রয়েছে। এ ছাড়া একজন স্টোনো ও প্রয়োজনীয় জনবল আছে। তিনি মনে করেন, আউটডোর সেবার পরিধি বাড়ানো, প্যাথলজি বিভাগকে আধুনিকীকরণ, এমআরআই, ডিজিটাল এক্স-রে ও আল্ট্রাস্নোগ্রাম মেশিনের মতো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম চালু করতে পারলেই রোগীর সংখ্যা বাড়বে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের কক্ষসহ মোট চারটি রুম। দন্ত বিভাগে ডাক্তার রিপন দাসের ১২০ নম্বর কক্ষ, রেকর্ড রুম আন্তঃবিভাগ, কেন্দ্রীয় রক্ত পরিসঞ্চালন বিভাগ, ৩২৬ নম্বর মেডিকেল টেকনোলোজিস্ট রেডিওগ্রাফি ও রেডিওলজি কক্ষ তালাবদ্ধ রয়েছে। পাশে স্টোর রুম লেখা কক্ষ ও ১৫৩ নম্বর রুমে শতাধিক ভাঙাচোরা চেয়ার-টেবিল স্তুপ করে রাখা হয়েছে। এ ছাড়া ২০৯ নম্বর মেডিসিন ওয়ার্ডের সাতটি বেডের একটি, ২১১ নম্বর সার্জিক্যাল ওয়ার্ডে শল্য প্রকোষ্ঠ কক্ষে ১১ সিটের মধ্যে একটিতে রোগী আছে। মহিলা ওয়ার্ডে ছয়টি বেডে মাত্র একজন ভর্তি আছে। পাশের আরেকটি মহিলা ওয়ার্ড রোগীর অভাবে তালাবদ্ধ। এ ছাড়া আটটি কেবিন ওয়ার্ডে মোট দুজন রোগী ছাড়া বাকি সবই রোগীশূন্য হয়ে পড়ে আছে।

এ ব্যাপারে জানতে চাইলে মেডিকেলের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ ফিরোজ আলমগীর বলেন, এখানে বর্তমানে এক শতাংশ রোগী আছে। এ সংকটের কথা স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে জানিয়েছেন। তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। আর স্থানীয় অনেকে জানেন না, এখানে রেলওয়ে কর্মকর্তাদের ছাড়াও অন্যান্য সাধারণ মানুষের চিকিৎসা ও ওষুধপত্র দেয়া হয়। এমনকি চিকিৎসার জন্য কোনো ফি লাগে না সেটাও অনেকের কাছেই অস্পষ্ট। তবে অন্যান্য মেডিকেলের মতোই সেবা কার্যক্রম চালু আছে এখানে।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের আরেক চিকিৎসক জানান, গত বছর মেডিকেলটি জেনারেল হাসপাতালে রূপান্তর করা হলেও এখন পর্যন্ত এর নির্দিষ্ট কোড নাম্বার হয়নি। রাজস্ব বরাদ্দ নেই, কোনো সৃষ্ট পদ তৈরি করা হয়নি। হাসপাতালটি রেলওয়ের আলাদা উইং হলেও কর্তৃপক্ষের সুনির্দিষ্ট দৃষ্টির অভাব রয়েছে। অন্যদিকে রোগী না আসার অন্যতম আরেকটি কারণ এখানে সাধারণ মানুষদের শুধু বহির্বিভাগে চিকিৎসা দেয়া হয়। কিন্তু ভর্তি করানো হয় না। তা ছাড়া ২০১১ সাল থেকে একটি নিয়ম চালু করা হয়েছে যে রেলওয়েতে কর্মরত কোনো কর্মচারীর বেতন স্কেল সাত হাজার ৯১৫ টাকা হলেই তারা মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় হাসপাতাল থেকে কোনো খাবার পাবেন না। কিন্তু কষ্টের ব্যাপার হলো একজন চতুর্থ শ্রেণির কর্মচারীর বর্তমান বেতন স্কেল আট হাজার ৫০ টাকা। এ কারণেই এখানে রোগী ভর্তি হয় না। অন্যদিকে প্রতিষ্ঠানটি জেনারেল হাসপাতাল হিসেবে ঘোষণা করা হলেও রেলওয়ে প্রশাসনই এখনো এর দায়িত্বে আছেন। তাই কিছুটা অব্যবস্থাপনা চলছে।

ড্রেসিং রুমে গিয়ে দেখা যায়, রোগী না থাকায় একজন ড্রেসার, চেয়ার টেবিল, বেড, একটি অটোক্লেভ মেশিন, একটি ফাস্ট এইড বক্স, সেলাই করার জন্য সূতা, কিছু গজ ও কাঁচি নিয়ে রোগীর অপেক্ষায় বসে আছেন। তিনি জানান, চাকরির শুরু থেকেই দেখছেন এখানে খুব বেশি রোগী আসে না। তাই বসে বসে ঝিমানো ছাড়া কোনো কাজ থাকে না।

হাসপাতালে প্রশাসনিক বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ২০১১ সালের পর থেকে কোনো অ্যাম্বুলেন্স নেই। এনালগ মেশিনে এক্স-রে করা হচ্ছে, ওটি কার্যক্রম (অপারেশন থিয়েটার) ও এনেসথেসিয়া মেশিন প্রায় তিন বছর ধরে বন্ধ হয়ে আছে। প্যাথলজি ল্যাবটাও বহুকালের পুরনো। রেডিওলজিস্ট না থাকায় সেখানে এমবিবিএস ডাক্তার দিয়ে কাজ করাতে হচ্ছে। ফলে এক্স-রের ফ্লিম রিপোর্ট ছাড়াই ওষুধ লিখতে হচ্ছে চিকিৎসককে।

সংশ্লিষ্ট আরো কয়েকজন জানান, বর্তমানে রোগীর অনুপাতে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসক থাকলেও প্রতিষ্ঠানটিতে কোনো সিনিয়র কনসালটেন্টের পদ নেই বা প্রফেসর লেভেলের চিকিৎসক নেই। মেডিকেল অফিসার, রেজিস্টার, আবাসিক চিকিৎসক (আরএস) নেই। ফলে আইএমও এর দায়িত্ব পালন করছেন সার্জারি চিকিৎসক। এমনকি রেলওয়ে হাসপাতালের নিজস্ব কোনো কনসালটেন্টও নেই বিধায় স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচজন ডাক্তারকে কনসালটেন্ট হিসেবে কাজ করাচ্ছেন। এ ছাড়া প্রায় এক বছর ধরে ব্যাকট্রোলজি চিকিৎসকের পদ শূন্য পড়ে আছে। প্রেষণে আসা ডেন্টাল চিকিৎসক রেলওয়ে পূর্বাঞ্চলের ১০টা ডিসপেন্সারি পরিদর্শনের দায়িত্ব থাকায় হাসপাতালে নিয়মিত সময় দিতে পারছেন না। আবার বিকেল ৩টার পর মেডিকেলের ডিএমও, এডিমও কাউকেই হাসপাতালে পাওয়া যায় না। দুপরের পরপরই সংযুক্তিতে আসা চিকিৎসকগণ চলে যান। তারা জানান, মেডিকেলটিকে ১০০ শয্যা ঘোষণা করা হলেও চালু আছে মাত্র ৭৫ শয্যা। তাও আবার রেল কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে সারা বছরই প্রায় ৯৫ শতাংশ বেড ফাঁকা পড়ে থাকে। তা ছাড়া ৫ দশমিক এক একর জায়গা জুড়ে গড়ে তোলা হাসপাতালের নিরাপত্তা প্রহরী মাত্র একজন। মেইন গেটে কোনো সিকিউরিটি গার্ড না থাকায় বহিরাগত মানুষ এখানে ঘোরাফেরা করে। তাই রোগীর আনাগোনা না থাকায় বিকেল থেকেই এখানে অনেকটা ভুতুড়ে পরিবেশ বিরাজ করে।

এ বিষয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিকেল অফিসার (ডিএমও) ডাক্তার মো. আলাউদ্দিন আহম্মেদ যায়যায়দিনকে বলেন, ‘আমি এখানে আর ২০ দিন আছি। আগে থেকেই এখানে রোগী ভর্তির চাপ কিছুটা কম। এখানে রেল কর্মী ছাড়া সাধারণ মানুষ চিকিৎসা নিতে আসে না। আবার রেলওয়ের যেসব কর্মচারীর বেতন স্কেল সাত হাজার ৯১৫ টাকার বেশি, তারা অসুস্থ হয়ে এখানে ভর্তি হলেও কোনো খাবার পান না। এটা রোগীর না আসার বড় একটি কারণ।’ তিনি জানান, ‘রোগীর সংখ্যা আগে জিরো ছিল। এখানে নিয়মিত বহিরাগতদের আড্ডা বসত। কিন্তু আমি দায়িত্ব নেয়ার পর সেটা দূর করেছি।’ যন্ত্রপাতি বন্ধের ব্যপারে তিনি বলেন, ইলেক্ট্রিক ও পানির লাইনে কিছু সমস্যা থাকায় ডায়াথার্মি, এনেসথেসিয়া এবং ওটি কার্যক্রম আপাতত বন্ধ আছে। সংস্কারের কাজ চলছে। আশা করছেন, খুব শীগগিরই চালু হবে। রেডিওলজিস্টের কাজ করতে হচ্ছে ডাক্তারকে। এর জবাবে তিনি জানান, শুরু থেকেই রেল হাসপাতালে কোনো রেডিওলজিস্ট ছিল না। সেখানে একজন এমবিবিএস ডাক্তার দায়িত্ব পালন করছেন। এটা তো বড় ডিগ্রি। সুতরাং তিনি এ বিষয়ে ভালো ধারণা রাখেন। হাসপাতালের রাজস্ব বরাদ্দ ও কোডের ব্যাপারে বলেন, রেলওয়ে ব্যবস্থাপনা বিভাগ এটা দেখছেন জনপ্রসাশন মন্ত্রণালয়ের মাধ্যমে এটার কাজ হবে।

প্রসঙ্গত, রেল কর্মকর্তা ছাড়াও সাধারণ মানুষের সেবা পাওয়ার অধিকারে ২০১৫ সালের ৩০ এপ্রিল রাজধানীর কমলাপুর রেলওয়ে হাসপাতালটি নতুন করে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম ও রেলওয়ে মন্ত্রী মজিবুল হক। প্রায় সাড়ে পাঁচ একর জায়গা নিয়ে স্থাপিত বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ঢাকা নাম পরিবর্তন করে রেলওয়ে জেনারেল হাসপাতাল করা হয়। এ বিষয়ে চলতি বছরের ১১ জানুয়ারী একটি প্রজ্ঞাপণ জারি করা হয়।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত প্রথমে ৭৫ বেডের হাসপাতাল ছিল বর্তমানে এটাকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। তত্ত্বাধায়ক চিকিৎসকসহ হেলথ বিভাগের ছয় ও রেলওয়ের ১১ জন চিকিৎসক, দুজন সিনিয়রসহ আটজন জুনিয়র নার্স এবং ২০ জন ওয়ার্ডবয়সহ মোট ৯২ জন কর্মরত আছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি