সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে আবারও বাড়ছে ওয়াসার পানির দাম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৬

ctg-wasa

পূর্বাশা ডেস্কঃ

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামে চাহিদার অর্ধেক মেটাতে না পারলেও এক বছরের ব্যবধানে আবারো পানির দাম বাড়াতে যাচ্ছে ওয়াসা। এবার আবাসিক গ্রাহকদের ৩৭ শতাংশ এবং অনাবাসিক গ্রাহকদের ৩২ শতাংশ হারে দাম বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে।

গত বছর বাড়ানো হয়েছিলো ৫ শতাংশ হারে। এত বিশাল হারে দাম বাড়ানোকে অযৌক্তিক দাবি করে অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি সিস্টেম লস কমিয়ে আনার তাগিদ দিচ্ছে ক্যাব। নগরীর ৬০ লাখ মানুষের পানির চাহিদা কখনোই মেটাতে পারেনি চট্টগ্রাম ওয়াসা। বর্তমানে ৫০ থেকে ৫৫ কোটি লিটার পানির চাহিদা থাকলেও এতদিন পর্যন্ত ওয়াসা সরবরাহ করছিলো মাত্র ১৯ কোটি লিটার পানি। তবে সম্প্রতি পরীক্ষামূলকভাবে কর্ণফুলী প্রথম প্রকল্প থেকে কিছু পানি সরবরাহ করা হচ্ছে। চাহিদা মেটাতে না পারলেও আবারো পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। আবাসিক গ্রাহকদের আগে প্রতি ১ হাজার লিটার পানি ৭ টাকা ২৫ পয়সায় কিনতে হলেও এখন কিনতে হবে ১০ টাকায়। একইভাবে অনাবাসিক গ্রাহকদের ২২ টাকার পরিবর্তে ৩২ টাকায় পানি কিনতে হবে।

চাহিদা না মিটিয়ে এভাবে পানির দাম বাড়ানোকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম অঞ্চল ক্যাব সভাপতি নাজের আহমেদ।

চট্টগ্রাম ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফয়জুল্লাহর দাবি, পানি সরবরাহে ব্যবহৃত পাইপগুলো পুরাতন হয়ে যাওয়ায় সিস্টেম লস কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই।

চট্টগ্রাম ওয়াসার এ পানির দাম বাড়ানোর প্রস্তাবনা বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। প্রস্তাব অনুমোদন হলে আগামী জানুয়ারি থেকে তা কার্যকর করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি