সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


স্বাস্থ্য খাতে মন্ত্রণালয়ের সহযোগিতা পাচ্ছেন না চট্টগ্রামের মেয়র


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৬

267715_1

ডেস্ক রিপোর্টঃ

স্বাস্থ্য খাতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না জানিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতে অবদান রেখে যাওয়া সত্ত্বেও সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না।’

সোমবার দুপুরে নগর ভবনের আবদুচ ছাত্তার মিলনায়তনে সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসকদের সঙ্গে সমন্বয় সভায় এ মন্তব্য করেন মেয়র নাছির।

সিটি মেয়র বলেন, ‘নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সিটি করপোরেশন বছরে প্রায় ১৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে মাতৃসদন হাসপাতাল, নগর স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই কেন্দ্রসহ চারটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছে; যা অন্য কোনো সিটি করপোরেশন করে না।’

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘স্বাস্থ্যসেবার বিনিময়ে কোনো ধরনের ট্যাক্স নেয় না সিটি করপোরেশন। নাগরিক সেবার স্বার্থেই চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্যসেবা আরও গতিশীল এবং নাগরিকদের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দেয়ার প্রয়াস অব্যাহত আছে। চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগকে নীতিমালার আওতায় আনা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের ইচ্ছা ও আন্তরিকতার ওপর নগরবাসীর স্বাস্থ্যসেবা নির্ভর করে। চিকিৎসা পেশায় নিয়োজিতদের ন্যূনতম অবহেলা ও গাফিলতির দরুণ একটি জীবন ধ্বংস হয়ে যেতে পারে। সে বিবেচনায় ডাক্তারদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য যথানিয়মে পালন করতে হবে। নির্ধারিত সময় পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের ওজর আপত্তি গ্রহণযোগ্য হবে না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএমএ চট্টগ্রাম শাখার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, বিএমএ চট্টগ্রাম শাখার কোষাধ্যক্ষ পদপ্রার্থী ডা. মো. আরিফুল আমিন, সদস্য অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত, ডা. প্রীতি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. আকবর হোসেন ভূঁইয়া।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি