বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অসাধারণ সুন্দর ১২ দ্বীপ, কিনতে পারবেন যে কেউ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১২.২০১৬

155214screen-shot-2016-12-16-at-1

পূর্বাশা ডেস্ক:

বিশ্বের অসাধারণ সুন্দর ১২টি দ্বীপের কথা তুলে ধরা হলো এ লেখায়। এ দ্বীপগুলোর সবই কেনা সম্ভব।

আপনার যদি বিপুল পরিমাণ অর্থ থাকে তাহলে চোখ বন্ধ করে কিনে নিতে পারেন এ দ্বীপগুলো। অসাধারণ সুন্দর এ দ্বীপগুলো বিক্রির মধ্যস্থতা করছে প্রাইভেট আইল্যান্ডস আইএনসি । এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
১. ওয়াইল্ড কেন কি আইল্যান্ড
মধ্য আমেরিকার বেস্টিমেনটোতে রয়েছে মনোরম এ দ্বীপটি। এর মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৬০ হাজার ডলার। এ দ্বীপে মোট ৩.৪ একর জমি ও একাধিক ভবন রয়েছে। হেলিকপ্টারে করে সহজেই দ্বীপটিতে যাওয়া যায়।
২. সোয়েইনস কে অ্যান্ড্রোস প্রাইভেট আইল্যান্ড
বাহামাস-এ অবস্থিত এ সোয়েইনস কে অ্যান্ড্রোস প্রাইভেট আইল্যান্ডটিতে প্রচুর গাছপালা ও ২.২ একর জমি রয়েছে। এছাড়া একটি দুই বেডরুমের বাড়িও রয়েছে। দ্বীপটির মূল্য ধরা হয়েছে ৫ লাখ ২৫ হাজার ডলার।

৩. নুকুদ্রাউ আইল্যান্ড
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফিজিতে রয়েছে এ দ্বীপ। দ্বীপটির মূল্য সরাসরি ঘোষণা করা হয়নি। তবে আপনি কিনতে চাইলে তারা আলোচনা করে এর মূল্য জানাবে। এতে রয়েছে ৪৬ একর জমি ও অন্যান্য সুবিধা।
৪. লভাংগো কে
ইউএস ভার্জিন আইল্যান্ডের এ দ্বীপটিতে প্রায় পাঁচ একর ভূমি রয়েছে। নিকটবর্তী বিমানবন্দর থেকে মাত্র ১০ মিনিটেই হেলিকপ্টারে এ দ্বীপে পৌঁছানো যায়।
৫. ক্যায়ো ইগুয়ানা
নিকারাগুয়ায় এ প্রাইভেট আইল্যান্ডটি রয়েছে। প্রায় পাঁচ একর ভূমির ওপর এ দ্বীপটি। দ্বীপটির মূল্য ধরা হয়েছে ৭ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া রয়েছে একটি ভবনও।

৬. মভুভা আইল্যান্ড
ফিজির নিকটবর্তী সাগরে এ দ্বীপটি অবস্থিত। এতে রয়েছে ৪২ একর ভূমি। এর মূল্যও খুব বেশি নয়- ৭৫ হাজার থেকে সোয়া এক লাখ ডলারেই কেনা যাবে দ্বীপটি।
৭. বেলিজ
বেলিজের এ দ্বীপটিতে রয়েছে মাছ ধরা, ঘুড়ি ওড়ানোসহ পর্যটনের নানা উপকরণ। এতে ১.৪ একর ভূমি রয়েছে। দ্বীপটির মূল্য ধরা হয়েছে ২ লাখ ২৫ হাজার ডলার।
৮. আলাস্কা
আলাস্কার নিকটবর্তী এলাকায় ১.৮১ একর ভূমির এ দ্বীপটি রয়েছে। এ দ্বীপে রয়েছে নানা ধরনের বিনোদনের উপকরণ। দ্বীপটির মূল্য ধরা হয়েছে ২ লাখ ৯৭ হাজার ডলার।
৯. ডেডম্যান ক্যায়ে
বেলিজের উপকূলে এ দ্বীপটি অবস্থিত। এতে ১.৪ একর ভূমি রয়েছে। দ্বীপটির মূল্য ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ডলার।
১০. তেহিফেহিফা আইল্যান্ড
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে এ দ্বীপটি অবস্থিত। এটি ১.০৯ একর ভূমির ওপর অবস্থিত। দ্বীপটির মূল্য ধরা হয়েছে প্রায় ৩ লাখ ১১ হাজার ডলার।
১১. পিংক পার্ল আইল্যান্ড
নিকারাগুয়ায় এ পিংক পার্ল আইল্যান্ডটি অবস্থিত। দ্বীপটির মূল্য ধরা হয়েছে ৫ লাখ ডলার। এ দ্বীপের কেন্দ্রস্থলে রয়েছে একটি বাড়িও।
১২. ইস্ট সিস্টার রক আইল্যান্ড
আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দ্বীপ কিনতে চান তাহলে এ দ্বীপটি দেখতে পারেন। এটি ফ্লোরিডা রাজ্যে অবস্থিত। ছোট এ দ্বীপটিতে রয়েছে তিন বেডরুমের বাড়ি, একটি গেস্ট হাউজ ও হেলিকপ্টার অবতরণের ব্যবস্থা। দ্বীপটির মূল্য ধরা হয়েছে ১১.৫ মিলিয়ন ডলার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি