মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


হাসিনার প্রার্থী আইভী শামীমের অন্য কেউ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.১২.২০১৬

dudu-550x368

ডেস্ক রিপোর্ট : নাসিক নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী, আর শামীম ওসমানের প্রার্থী অন্য কেউ। এই কথাই নারায়ণগঞ্জ প্রচার হচ্ছে। এজন্য আওয়ামী লীগের ভোট আইভীর নেই। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে নাসিক নির্বাচনে সেনাবাহিনী মোতায়নের দাবিতে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে শামসুজ্জামান দুদু বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশ নির্বাচন সঠিক হলে যেকোন ফলাফল মেনে নেবো। কারণ নাসিক নির্বাচনকে বিএনপি জাতীয় নির্বাচন হিসাবে চিহ্নিত করেছে। কিন্তু এর ব্যতয় ঘটলে, নারায়ণগঞ্জে আগুন জ্বলবে। ওই আগুনে আপনারা ছাড়খার হয়ে যাবেন। সুতরাং জনগণকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি ভালো কাজ করুন।

আগামী ২২ ডিসেম্বর সরকার ও রকিবের নেতৃত্বে নির্বাচন হতে যাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নাসিক নির্বাচন নিয়ে আমরা উদ্বেগ, উদ্বিগ্ন ও হতাশ। এই কারণে আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়নের দাবি জানাচ্ছি।

দুদু অভিযোগ করেন, নারায়ণগঞ্জবাসী উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চায়। কিন্তু বর্তমান সন্ত্রাসীদের জন্য সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। কারণ ওখানে সন্ত্রাসীদের আনাগোনা বাড়ছে, প্রতিনিয়ত এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয় রয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,ৃ গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফা ভুইয়া, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ বক্তব্যে রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি