শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারত থেকে তুলা আমদানির শীর্ষে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১২.২০১৬

1482593747_39

পূর্বাশা ডেস্ক:

গেল ২০১৫ সালের শেষের দিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান পূর্বাভাস দেয় যে তুলা আমদানির শীর্ষ দেশ চীনকে ছাড়িয়ে খুব শিগগিরই সেই জায়গা দখল করবে বাংলাদেশ। দেশে স্পিনিং মিলের সংখ্যা বাড়তে থাকায় তুলার চাহিদা দিন দিন বাড়ছে। পক্ষান্তরে চীন তৈরি পোশাকের তুলনায় বৈদ্যুতিক যন্ত্র তৈরি ও রপ্তানিতে বেশি গুরুত্ব দেওয়ায় তাদের তুলার আমদানি কমেছে। আর তুলার চাহিদার এই বিপরীত বাস্তবতার কারণেই এই বছরের প্রথমার্ধে ভারতের তুলা আমদানিতে চীনকে টপকে শীর্ষে পৌঁছেছে বাংলাদেশ।

ভারত সরকারের তথ্যের বরাত দিয়ে দ্যা ফিন্যানসিয়াল এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, চলতি ২০১৬ সালের (ভারতের অর্থবছর) প্রথমার্ধে ভারত চীনে ৪১ কোটি ৬১ লাখ ডলারের তুলা রফতানি করেছে। একই সময়ে বাংলাদেশে রফতানি করেছে ৬১ কোটি ৩১ লাখ ডলারের তুলা।

ভারত বলছে, ইতিহাসে প্রথমবারের মতো ভারতীয় তুলা আমদানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ। অথচ ২০১১-১২ সালে চীন ভারত থেকে বাংলাদেশের ৪গুণ বেশি তুলা আমদানি করতো।

এদিকে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জের তথ্য মতে বিশ্ব বাজার থেকে ২০১২ সালে ৭ লাখ মেট্রিক টন তুলা আমদানি করে বাংলাদেশ। কিন্তু ২০১৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে এর পরিমাণ বেড়ে হয়েছে ১২ লাখ মেট্রিক টন। বিপরীতে এ সময়ে চীনের তুলা আমদানি ৫৩ লাখ মেট্রিক টন থেকে কমে ১৩ লাখ মেট্রিক টনে নামে।

বর্তমানে ভারত থেকে মোট তুলার ৪০ শতাংশ আমদানি করে বাংলাদেশ। এছাড়া মধ্য এশিয়া থেকে ২০-২২ শতাংশ, আফ্রিকা থেকে ১৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্র থেকে ৭ শতাংশআমদানি করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি