শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জেলা পরিষদ নির্বাচনে কে হবেন চেয়ারম্যান – তাহের নাকি সাজ্জাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৬


ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লায় জেলা পরিষদ নির্বাচনে কে হবেন চেয়ারম্যান ? আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রিয়াল এডমিরাল আবু তাহের নাকি স্বতন্ত্র প্রার্থী দক্ষিন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন। রিয়াল এডমিরাল আবু তাহের চশমা প্রতীক এবং সাজ্জাদ হোসেন স্বপন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে আ’লীগের অর্ন্তকোন্দল প্রায় প্রকাশ্যে রূপ নেয়। মনোনয়ন বঞ্চিত হয়ে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। বিভিন্ন সূত্রমতে, মনোনয়ন বঞ্চিতরা স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপনের পক্ষে কাজ করছেন।
এর ফলে দল থেকে মনোনয়নপ্রাপ্ত আবু তাহের বিজয় ছিনিয়ে আনতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে বলেও নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় নেতাকর্মীদের অভিমত।
কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দৌড়ে ছিলেন মোট ১৮ জন। এর মধ্যে অন্যতম হলেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. ওমর ফারুক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান অ্যাডভোকেট, মহিলা আসনের সাবেক এমপি অধ্যাপিকা জোবেদা খাতুন পারুল, জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, বরুড়া উপজেলা আ’লীগ নেতা নৌবাহিনীর সাবেক প্রধান রিয়াল এডমিরাল মোঃ আবু তাহের প্রমুখ।
কিন্তু সবাইকে টেক্কা দিয়ে পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামালের কাছের মানুষ হিসেবে পরিচিত আবু তাহের দলীয় মনোনয়ন পান। এর ফলে আনন্দের জোয়ার বইয়ে যায় পরিকল্পনামন্ত্রী ও জেলা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আ ফ ম মোস্তফা কামাল ও সদর এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার গ্রুপে। অন্য দিকে বিষাদের ছায়া নেমে আসে প্রবীণ আ’লীগ নেতা অধ্যক্ষ আফজল খান, বর্তমান জেলা প্রশাসক মো. ওমর ফারুকসহ উত্তর জেলা আ’লীগের অপর গ্রুপে। ফলে সব উপজেলার ভোট নিজের বাক্সে নিতে গিয়ে বিপাকে পড়তে পারেন আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীকে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী জানান, দলীয় প্রার্থী বরুড়া, সদর দক্ষিণ, সদরের আংশিক ও নাঙ্গলকোট উপজেলার ভোট ছাড়া অন্য উপজেলার ভোট পেতে গিয়ে হিমশিম খাবে। কারণ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মনোনয়ন বঞ্চিতরা মাঠে রয়েছে বেশ ভালোভাবেই।
বিভিন্ন সূত্রমতে, স্থানীয় সাংসদ ও মন্ত্রীরা যদি হস্তক্ষেপ না করেন তাহলে দলীয় প্রার্থীকে বিপাকে পড়তে হবে।
এদিকে নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করছেন স্বতন্ত্র প্রার্থী। ১৪ ডিসেম্বর বেলা ১২ টায় নগরীর ধর্মসাগড়স্থ নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন বলেছেন, সুষ্ঠু ভোট নিয়ে আমি শংকিত আছি। মাঠ পর্যায়ে ভোটারদের মাঝেও নানা শংকা বিরাজ করছে। এসব শংকা দূর করতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, আ’লীগের সমর্থিত প্রার্থী আবু তাহেরের সাথে আমার কোন বিরোধ নেই। তিনি দলীয় সমর্থন পাওয়ার পর আমি তাকে চিনেছি। কুমিল্লার ১৬ উপজেলার কেউ তাকে চিনে না। তিনিও আ’লীগের কোন নেতাকর্মীকে চিনেন না।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৬০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত সদস্য পদে ২ জন ও সাধারন সদস্য পদে তিন জন নির্বাচিত হতে যাচ্ছেন। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৫১ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৯৫৬ জন এবং মহিলা ভোটার ৫৯৫ জন। মোট ভোটকেন্দ্র ১৫টি।
শুধুমাত্র মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, পৌরসভা মেয়র ও কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলররা ভোট দিতে পারবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি