বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইয়ামামা ক্যাম্পে অভিবাসী দিবস পালিত –


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:  সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আল ইয়ামামা কোম্পানির শ্রমিক ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৬ উদযাপন করা হয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ক্যাম্পে অবস্থানরত ১১০০জন বাংলাদেশি শ্রমিকসহ প্রায় ২৫০০জন শ্রমিকদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ছিল কোরআন তেলাওয়াত, ফুটবল ম্যাচ, রশিটান, বেলুন ফুলানো, চেয়ার খেলা, হাড়িভাঙ্গা এবং ক্যারাম প্রতিযোগিতা।প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ক্যাম্পের অন্যান্য শ্রমিকদের বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত গোলাম মসিহ, দূতাবাসের কাউন্সেলর ও কার্যালয় প্রধান মনিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর সারওয়ার আলম, প্রধান সচিব (শ্রম) আসাদুজ্জামান, মো. আব্দুল ওয়াহহাব, আল ইয়ামামা কোম্পানির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আল আসীরী, হিউম্যান রিসোর্স ম্যানেজার আরেফ সাইফ, প্রজেক্ট ম্যানেজার মাহমুদ হাসনাইন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত গোলাম মসিহ বাংলাদেশি নাগরিকদের সৌদি সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি