শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন ঠিকানায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস-


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:  নতুন বছরের শুরুতে স্থানান্তরিত হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস। আগামী ২ জানুয়ারি ২০১৭ থেকে জালান ইউ থান্ত, কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি থেকে সরিয়ে জালান পাহাং (ইস্তেপাক গেলারিয়া) এর স্ট্রিট ৪৪২ উইজমা হিরিহ লোটাস ভবনের (গেলারিয়া কমপ্লেক্স) ১ম তলায় স্থানান্তরিত হচ্ছে বাংলাদেশ দূতাবাস।

 

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দূতাবাসে আগতদের আরো বড়ো পরিসরে সেবা নিশ্চিত করতেই এই ঠিকানা পরিবর্তন বলে রাষ্ট্রদূত জানান।

 

এদিকে ফার্স্ট সেক্রেটারি এস কে শাহিন বলেন, বর্তমানে এই দূতাবাসের জায়গার চুক্তি সম্পন্ন হওয়ায় আমরা নতুন ঠিকানায় স্থানান্তরিত হচ্ছি। প্রবাসী বাংলাদেশীদের কথা মাথায় রেখে আমরা এমন একটি জায়গা বেছে নিয়েছি, যেখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে অতি সহজে প্রবাসীরা বাসে চড়ে বাংলাদেশ দূতাবাসে আসা-যাওয়া করতে পারবেন।

 

জানা গেছে, বাংলাদেশ দূতাবাসে আসতে আগে যেখানে ৩০/৩৫ রিঙ্গিত ট্যাক্সি ভাড়া লাগতো এখন থেকে মাত্র ৫ রিঙ্গিতের বিনিময়ে দূতাবাসে আসতে পারবেন। মালয়েশিয়ার অন্যান্য রাজ্য থেকে দূতাবাসে আসতে হলে অধিকাংশ সময় তাদেরকে বান্দার তাসিক স্লাতান (টিবিএস) বাস স্ট্যান্ড থেকে ট্যাক্সি নির্ভর হতে হয়। বর্তমানে টিবিএস থেকে এলআরটিতে করে মসজিদ জামেক স্টেশনে নেমে গার্ডিয়ানের মোড় থেকে ২ রিঙ্গিত ভাড়ার বিনিময়ে ২০০, ২০২, ২৫০ এবং ২৫৪ নম্বর রাপিড কেএল এর বাসে করে দূতাবাসে আসতে পারবে।

 

এছাড়া ১ রিঙ্গিত ভাড়ার বিনিময়ে গার্ডিয়ানের মোড় থেকে যে কোনো বাসে চৌকিট পর্যন্ত এসে আবার বাস পরিবর্তন করে ১ রিঙ্গিতের বিনিময়ে দূতাবাসে আসতে পারবেন। টিবিএস থেকে টিটিওয়াংসা এলআরটি স্টেশন এসে সেখান থেকে ৭/৮ রিঙ্গিতের ভাড়ায় ট্যাক্সি নিয়ে ৮/১০ মিনিটের মধ্যে বাংলাদেশ দূতাবাসে পৌঁছাতে পারবেন।

 

পাসপোর্ট ও ভিসা বিভাগে নিযুক্ত ফার্স্ট সেক্রেটারি মশিউর রহমান বলেন, আমরা প্রবাসী শ্রমিকদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের যথাসাধ্য চেষ্টা করছি। সাথে সাথে দূরের প্রদেশগুলোতে মোবাইল ক্যাম্পিংয়ের মাধ্যমে পাসপোর্টের আবেদন ও ডেলিভারির ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে শ্রমিকদের নতুন পাসপোর্ট পেতে অসুবিধা না হয়।

 

এদিকে, মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস জারিকৃত এ সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, নতুন দূতাবাস উইসমা হিরিহ লোটাস প্রথম তলা, লট-৪৪২ জালান পাহাং, ইস্তেপাক, ৪৪২, কুয়ালালামপুর এ ঠিকানায় প্রবাসীদের সেবাদানের সময় সূচি হচ্ছে, মেশিন রিডেবল পাসপোর্টের (নতুন) আবেদন গ্রহণ দুপুর ১২টা থেকে ৩টা পুরনো পাসপোর্ট ৩টা থেকে বিকাল ৫টা, পাসপোর্ট বিতরণ সকাল ৯টা থেকে দুপুর ১২টা, পাসপোর্টে জন্মতারিখ ও সংশোধন সকাল ৯টা থেকে দুপুর ১টা।

 

জন্ম নিবন্ধন সকাল ৯টা থেকে দুপুর ১টা, বিতরণ পরের দিন সকাল ৯টা থেকে দুপুর ১টা, পরিচয়পত্র, প্রত্যয়ন, এলওআই, পারিবারিক সনদপত্র সত্যায়ন, আমমোক্তারনামা ইত্যাদির আবেদন গ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা। বিতরণ পরের দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ট্রাভেল পারমিট সকাল ৯টা থেকে দুপুর ১টায় গ্রহণ এবং পরের দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিতরণ।

 

মৃতদেহসংক্রান্ত মামলা আবেদন গ্রহণ সকাল ৯টা থেকে দুপুর ১টা। সংশ্লিষ্ট শাখা থেকে প্রদত্ত তারিখে দুপুর ২টা থেকে বিকাল ৫টায় বিতরণ। শ্রমিকদের ক্ষতিপূরণ, আইনগত সহায়তা এবং অন্যান্য কল্যাণমূলক কাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১টায় আবেদন গ্রহণ এবং সংশ্লিষ্ট শাখা থেকে প্রদত্ত তারিখে দুপুর ২টা থেকে বিকাল ৫টায় বিতরণ।

 

ভিসা সংক্রান্ত আবেদন গ্রহণ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিতরণ সংশ্লিষ্ট শাখা থেকে প্রদত্ত তারিখে বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। বাণিজ্যিক কাগজপত্র সত্যায়ন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আবেদন গ্রহণ এবং বিতরণ একই দিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি