শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ১৮৬ জন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

jsc
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবারের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১৯ হাজার ১৮৬ জন শিক্ষার্থী। এ বছর পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে গতবারের তুলনায়।
এ বছর ৭ হাজার ১৬১ জন ছেলে এবং ১২ হাজার ২৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। যা গতবারের তুলনায় কম। ২০১৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৭৪৭ জন এবং ২০১৪ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ২৬৪ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এবার জেএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লক্ষ ৬৩ হাজার ১৭৮ জন । কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লক্ষ ৫৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী । এ বছর পাশের হার ৮৯.৬৮ ভাগ, যার মধ্যে ছেলেদের পাশের হার ৯০.৬৬ এবং মেয়েদের পাশের হার ৮৮.৯৭ ভাগ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি