শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার কমেছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

comilla-board-pic20161229121327

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা শিক্ষাবোর্ডে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গড় পাসের হার ৮৯.৬৮। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে।

এ বোর্ডে ছেলেদের গড় পাসের হার ৯০.৬৬ এবং মেয়েদের ৮৮.৯৭ শতাংশ।

বোর্ড সূত্রে জানা যায়, এবছর ২ লাখ ৫৮ হাজার ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ লাখ ৩১ হাজার ৫২৮ জন। এর মধ্যে ছেলে ৯৮ হাজার ৬৬৮ জন এবং মেয়ে পরীক্ষার্থী ১ লাখ ৩২ হাজার ৮৬০ জন।

এদিকে গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বাড়লেও কমেছে জিপিএ-৫ ও পাসের হার। গত বছর ২ লাখ ৪১ হাজার ৫৪১ জনের মধ্যে পাস করেছিল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। গত বছর পাসের হারও ছিল ৯২.৫১ শতাংশ।

এছাড়া গত বছর জিপিএ-৫ লাভ করেছিল ২০ জাহার ৭৪৭ জন এবং এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৯ হাজার ১৮৬ জন। গত বছর ৪৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করলেও এ বছর শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৩৪৮টি।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জাগো নিউজকে এসব তথ্য জানান।

সূত্রঃ জাগো নিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি