শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মালয়েশিয়ায় সবুরের চোখে অন্ধকার-


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৬

পূর্বাশা ডেস্ক:  সুনামগঞ্জের জগন্নাথপুরের রংপুরের বুরাখালী গ্রামের সবুর মিয়ার দু’চোখে এখন অন্ধকার। ৩ বছর আগে নৌকায় করে দুর্গম পথে স্বপ্নের দেশ মালয়েশিয়ায় এসেছিলেন। টানা এক বছর কাটে তার থাইল্যান্ডের গভীর জঙ্গলে।

কুয়ালালামপুরের পিজে এলাকায় একটি কনস্ট্রাকশনে কাজ করেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বুরা খালি গ্রামের ৬৫ বয়স্ক সবুর মিয়া। ৩ বছর আগে আত্মীয়ের বাড়ি বেড়াতে যাবার কথা বলে এক দালাল সিলেট শহর থেকে তাকে নিয়ে যায় টেকনাফে। সেখান থেকে চোখ বেঁধে নৌকায় তুলে নিয়ে আসে থাইল্যান্ডে। থাইল্যান্ডের জঙ্গলে এক বছর থাকার পর ২০১৪ সালের প্রথম দিকে দালাল চক্র তাকে নিয়ে আসে মালয়েশিয়া। স্বপ্নের দেশে আসার আগ পর্যন্ত ঘাটে ঘাটে গুনতে হয়েছে সাড়ে চার লাখ টাকা। এভাবেই কেটে গেছে সবুর মিয়ার ৩টি বছর। লুকিয়ে অবৈধ ভাবে কাজ করছেন তিনি। বৈধ হওয়ার কোনো সুযোগ নেই।

দেশে টাকা পাঠানো দূরের কথা, নিজের চলার মতো অর্থকড়ি হাতে নেই সবুরের। কেবল সবুরই একাই নয়, তার মতো হাজারো বাংলাদেশি এখন অবৈধ শ্রমিক হিসেবে কর্মহীন অবস্থায় মানবেতর দিনযাপন করছেন মালয়েশিয়ায়।

গত দুবছর ধরে সবুর স্বপ্নের দেশে এসেও একটিবারও বাহিরে বের হয়ে দেখতে পাননি স্বপ্নের দেশটিকে। বন্ধী খাচায় বাস করছেন সবুর মিয়া। কান তিনি অবৈধ। পুলিশ ধরলে ঘুষ দিয়ে কোনমতে চাকচিক্যের এই দেশে নিজের অস্তিত্ব জানান দিচ্ছেন সবুররা। আর যার হাতেই অর্থই নেই, সে ঘুষ দেবেইবা কোথা থেকে?
স্বজনদের চেয়েও আপন স্বদেশি বন্ধুরা দু বছর আগে টাকা ধার দিয়ে দালালের কাছ থেকে ছুটিয়ে আনেন ।

পিজে কনস্ট্রাকশন ইয়ার্ডে দেখা হলো সবুরের সঙ্গে। এ প্রতিবেদককে সবুর বলেন, দেশে সবাই জানে আমরা কত ভালো আছি। সেটা জেনেই তারা জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসেন এখানে। কেউ সমুদ্র পথে, কেউবা ভুল ভিসায় প্লেনে। অনেকে ছাত্র ভিসায় এসে কাজ করেন হোটেল ঝাড়ুদার হিসেবে। অনেকে ইঞ্জিনিয়ার বা ডাক্তার ভিসায় এসে কাজ করেন দোকানে দোকানে।

বৈধ কোনো কাগজ পত্র না থাকায় সবুর মিয়া মজুরি পান ৩৫ রিঙ্গিত। এর মধ্যে আবার নিয়োগকর্তার সঙ্গে যোগসূত্র স্থাপনকারীদের দিতে হয় কমিশন।
পিজে কনস্ট্রাকশন ইয়ার্ডে কথা হয় ইনচার্জ হারুন মিয়ার সঙ্গে। হারুন মিয়া বলেন, সবুর মিয়ার জন্যে খারাপই লাগে। বসকে বলে বয়ো বৃদ্ব সবুর মিয়াকে আমাদের সঙ্গেই একটি শেডে থাকেন। কুয়ালালামপুর, সেলাংগর, পেনাংসহ মালয়েশিয়ার শ্রমঘণ এলাকাগুলোতেও চোখে পড়বে অভিন্ন চিত্রের।

এই বাস্তবতায় কথা হয় মালয়েশিয়াস্থ জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি সুনাহর আলীর সঙ্গে। তিনি বলেন, দালাল, মানবপাচারকারী সিন্ডিকেট সাধারণ মানুষকে বিভ্রান্ত করে এদেশে পাঠিয়ে মূলত তাদের দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি