মঙ্গলবার,৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


‘ফ্যান’দের বিয়ে করেছেন যেসব সুপারিস্টার


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

1-3-550x369

বিনোদন ডেস্ক :

সুপারস্টারদের ‘অন্ধ ভক্ত’ যাকে বলে। সিনেমা হলে দেখা মাত্রই বুকের ভেতর কেমন যেন করতে থাকা। তাঁর এক ঝলকের জন্য সিনেমা রিলিজের দিনই প্রথম শো-এর জন্য হুড়োহুড়ি, পোস্টার থেকে শুরু করে খবরের কাগজের কাটিংয়ে স্টারেদের আগলে রাখা, এমনকী তাঁদের মুখ দেখানো সমস্ত বিজ্ঞাপনের পণ্যগুলো নিজেদের প্রতিদিনের ব্যবহৃত জিনিস করে নেওয়া। এই সব লক্ষণই প্রমাণ করে তাঁরাই সুপারস্টারেদের পাক্কা ‘ফ্যান’।
পর্দায় দেখা সে সব স্টারেরাই যদি রোজনামচা লাইফস্টাইলে ঢুকে পড়ে! কেমন হয়। যেন হাতের মুঠোয় চাঁদ পাওয়া। তাই না? গ্যালারিতে রইল বলিউডের সেই সব স্টারেরা যাঁরা বিয়ে করেছেন তাঁদের ‘ফ্যান’দের।

রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়া:

সাল ১৯৭৩। ডিম্পল তখন ১৬ বছর। আর রাজেশ খান্না ডিম্পলের থেকে ১৫ বছরের বড়। ডিম্পল রাজেশ খান্নার ফ্যান ছিলেন।
রাজেশ খান্নার প্রতিটা সিনেমার শুধু মুক্তির অপেক্ষায় থাকতেন তিনি। খান্নাবাবুই ডিম্পলকে বিয়ের প্রস্তাব দেন।
আর তা ডিম্পল কাপাডিয়ার কাছে ছিল এক স্বপ্ন। সে স্বপ্নপুরণও হয়। ডিম্পলের প্রথম সিনেমা ‘ববি’র মুক্তির ঠিক ৬ মাস আগে বিয়ে করেন রাজেশ খান্নাকে। তবে সে বিয়ে টেকেনি! বিয়ের ৯ বছর পর বিচ্ছেদ ঘটে যুগলের।

২দিলীপ কুমার- শায়রা বানু:
শায়রার ছোটবেলার ক্রাশ ছিলেন দিলীপ কুমার। তখন শায়রার বয়স ১২ বছর আর দিলীপ কুমারের ৪৪ বছর।
দিলীপবাবুও শায়রাকে বিয়ের প্রস্তাব দেন এবং শায়রা সে প্রস্তাব প্রত্যাখান করতে চাননি। ১১ই অক্টোবর ১৯৬৬ সালে বিয়ে করেন দিলীপ কুমার ও শায়রা বানু। তারপর ৫০ বছর পেরিয়ে গেল, এখনও তাঁরা একসঙ্গে। কিছু মাস আগে দিলীপ কুমারের শরীরের অবস্থার অবনতি ঘটে, পতœী শায়রা সর্বক্ষণ ছিলেন অসুস্থ দিলীপজির পাশে এক পলকের জন্যেও নজর এড়াননি তিনি।
বলি প্রেমিকদের মাইলস্টোন হয়ে উঠেছেন এই যুগল।

৩জিতেন্দ্র-শোভা কপূর:
সাদা জামা আর সাদা প্যান্ট পড়েই নাচতে ভালবাসতেন জিতেন্দ্র। তাঁর লুক আর নাচের পোজ-এ মাতোয়ারা ফ্যানেদের কমতি ছিল না ৭০-এর দশকে। আর তাতেই প্রেমে পড়ে যান বেসরকারি বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ’র বিমান সেবিকা শোভা কপূর।
১৯৭৪ সালে তাঁরা বিয়ে করে নেন।

৪ময়ূর মাধবনী-মুমতাজ:
৭০-এর দশকের অন্যতম সুন্দরী নায়িকা মুমতাজ ছিলেন বিজনেস টাইকুন ময়ূর মাধবনীর ক্রাশ। রূপ এবং অভিনয় দুই মিলিয়ে তাঁর ভক্তের সংখ্যা ছিল অপরিসীম। ময়ূর মাধবনী-মুমতাজ বিয়ে করেন ১৯৭৪ সালে।

৫ভরত তখতানী-ইশা দেওল:
ব্যবসায়ী ভরত তখতানী ইশা দেওলের ‘ফ্যান’ ছিলেন ছোটবেলা থেকেই। ভরত আর ইশা দু’জনে প্রায় সমবয়সী। তাঁরা একে অপরকে চিনতেন স্কুল জীবন থেকেই। তবে বড় হওয়ার সময়ে তাঁদের সম্পর্কে একটা দূরত্ব আসে। তবে তা বেশিদিনের নয়, ২০১২ সালেই শুভ পরিণয় ঘটে ভরত আর ইশার। এখনও তাঁরা একসঙ্গেই রয়েছেন। আনন্দবাজার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি