শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বেপরোয়া সিবিএ: ফের অস্থির ব্যাংক খাত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০১.২০১৭

image_1769_271660

পূর্বাশা ডেস্ক:

শ্রমিক সংগঠনগুলোর (সিবিএ) বেপরোয়া আচরণে দেশের ব্যাংকিং খাত অস্থির হয়ে উঠছে। তাদের টেন্ডারবাণিজ্য, চাঁদা আদায়, ঋণ মঞ্জুরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ, নিয়োগ ও বদলিবাণিজ্যসহ নানা অনিয়মে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অথচ তা প্রতিরোধে কোনো ধরনের উদ্যোগ নেয়া হলে তারা সংঘবদ্ধভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন।
এর মধ্যে বাংলাদেশ ব্যাংক, সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকের বিপুলসংখ্যক কর্মকর্তা সিবিএ নেতাদের হাতে মারধরের শিকার হয়েছেন। রূপালী ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

সংশ্লিষ্টরা জানান, কর্মকর্তা-কর্মচারীদের প্রকাশ্যে মারধরের পরও তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় আরও বেপরোয়া হয়ে উঠছেন তারা। শ্রম আইন সংশোধন করে রাজনৈতিক দল থেকে ট্রেড ইউনিয়নকে আলাদা করার বিভিন্ন সময়ে বিশেজ্ঞদের দাবি উঠলেও তা কোনো সরকারের আমলেই কার্যকর হয়নি।
২০১০ সালে বিশ্বব্যাংকের সুপারিশে এবং অর্থ মন্ত্রণালয় কর্তৃক সিবিএর কার্যক্রম বিষয়ে বিশিষ্ট ব্যাংকার ও কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। তাদের প্রতিবেদনে ব্যাংকে সিবিএর কার্যক্রম বন্ধ করাসহ বেশ কিছু সুপারিশ করা হয় ।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোন্দকার ইব্রাহীম খালেদ যায়যায়দিনকে বলেন, সিবিএকে ঘিরে দুর্নীতির যে বেসাতি তৈরি হয়েছে তা দূর করতে বেশ কিছু সুপারিশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিতের কাছে সাত বছর আগে প্রতিবেদন দিয়েছিলেন। ওই প্রতিবেদনের কোনো সুপারিশ আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তিনি বলেন, সিবিএর মূল কাজটা তারা করছেন না। আসল কাজ থেকে সরে ব্যস্ত থাকেন ঋণ ও নিয়োগ বাণিজ্যের তদবির নিয়ে। ভঙ্গ করেন প্রসাশনিক নিয়মকানুন। ইতোমধ্যে তারা ব্যাংক খাতের সুব্যবস্থাপনা নষ্ট করে দিয়েছেন এবং দেবেন। তারা মনে করেন, সিবিএ নেতা হলেই তারা আইনের ঊধর্ে্ব। এ বিষয়ে আইন প্রয়োগে শক্ত অবস্থান নেয়া গেলে সিবিএদের নৈরাজ্য আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে।
অনুসন্ধানে জানা গেছে, ব্যাংক খাতের সিবিএ নেতারা অফিসের কাজ বাদ দিয়ে ব্যক্তিগত ও দলীয় কাজেই বেশি ব্যস্ত থাকেন। তাদের অনিয়ম, দুর্নীতি নিয়ে কথা বললে যে কোনো পর্যায়ের কর্মকর্তা প্রায়ই নাজেহাল হন। ব্যাংকিং খাতের সিবিএ নেতাদের অনেককে পদোন্নতি দিয়ে কর্মকর্তা করা হলেও তারা সিবিএর সঙ্গে যুক্ত থাকতে চান। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকে এসব সংগঠনের নেতাদের দাপটে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক বলেন, কাজ না করেই বেতন পাচ্ছেন সিবিএর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের প্রধান কার্যালয়ের বেশিরভাগ কর্মচারী। মাথার ওপর সিবিএর ছত্রচ্ছায়ার কারণে তাদের বিষয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেন না। অনেক ব্যাংকের তাদের হাজিরা খাতাও থাকে সিবিএ নেতাদের কাছে। সিবিএ নেতারা ঋণ অনুমোদনের ক্ষেত্রেও অনেক সময় হস্তক্ষেপ করেন।
কেন্দ্রীয় ব্যাংকের কয়েকজন কর্মকর্তা জানান, ২০০৯ সালের ৩০ এপ্রিল সিবিএ নেতাদের তোপের মুখে বিদায় নিতে হয়েছিল সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদকে। এর আগে বিদায়ী আট গভর্নরের অনেকেই সিবিএ নেতাদের হাতে নাজেহাল হন। সালেহউদ্দিন আহমেদকে অপমান করার পর কারও বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এখন সবাইকে সিবিএ নেতাদের ‘সমীহ’ করে চলতে হচ্ছে।
অগ্রণী ব্যাংকের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, নানা বাণিজ্যের কারণে সিবিএ নেতারা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পাওয়ার পরও অনেকে সে পদে যেতে চাচ্ছেন না।
খোদ বাংলাদেশ ব্যাংকেও সিবিএ নেতাদের রামরাজত্ব চলছে। কয়েক বছর আগে কেন্দ্রীয় ব্যাংকে অসদাচরণ ও এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ১০ সিবিএ নেতাকে চাকরিচ্যুত করা হলেও রাজনৈতিক চাপে সাবেক গভর্নর ড. আতিউর রহমান তাদের চাকরিতে পুনর্বহাল করেন। এর পর থেকে অন্য ব্যাংকগুলোয় সিবিএ নেতাদের স্বেচ্ছাচারিতা আরও বেড়েছে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ ব্যাংক বলেছে, সিবিএ সংগঠনগুলোকে নিয়ম মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। আর ব্যাংকাররা বলেছেন, চাকরিচ্যুতদের পুনর্বহাল করে তাদের অবৈধ কর্মকা-ের বৈধতা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে তারা আরও বেপরোয়া হয়ে উঠছেন।
নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের নতুন নিয়োগপ্রাপ্ত একজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) যায়যায়দিনকে বলেন, সিবিএ নেতারা ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকা-ে হস্তক্ষেপ করছেন। এতে ব্যাংকের শৃঙ্খলা ও দৈনন্দিন কর্মকা- বিঘি্নত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তারা এমডি ও পরিচালনা পর্ষদকেও প্রভাবিত করার চেষ্টা করছেন।
জানা গেছে, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকাকালে (বিগত বিএনপি সরকারের আমলে) কেন্দ্রীয় ব্যাংকে বিশৃঙ্খলা ও গভর্নরের সঙ্গে দুর্ব্যবহারের কারণে তৎকালীন বিএনপি-সমর্থিত অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০ জনকে চাকরিচ্যুত করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকে শৃঙ্খলা ফিরে আসে। কিন্তু পরে বেশ কয়েকবার সিবিএ নেতারা কর্মকর্তাদের লাঞ্ছিত করার মতো অপরাধ করলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
সূত্রগুলো বলছে, ব্যাংক খাতে ও কেন্দ্রীয় ব্যাংকে সিবিএ নেতাদের দৌরাত্ম্যের বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু কোনো সরকারই এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি। অন্য কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকের মতো শ্রমিক সংঘ বা ইউনিয়ন বা সিবিএ করার অধিকার নেই। কেন্দ্রীয় ব্যাংকের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়নের কার্যক্রম নিয়ে বিশেষজ্ঞ মহল, সংস্কার কমিটি ও সরকারের গঠিত টাস্কফোর্স বিভিন্ন সময় ট্রেড ইউনিয়ন না রাখার সুপারিশ করলেও তার বাস্তবায়ন হয়নি।
ইব্রাহীম খালেদর সুপারিশসমূহ: ২০১০ সালে ড. খোন্দকার ইব্রাহীম খালেদ সিবিএকে ঘিরে যে দুর্নীতি রয়েছে তা দূর করতে বেশ কিছু সুপারিশ করেন। তার কোনোটিই বাস্তবায়ন হয়নি। সুপারিশগুলো হচ্ছে- শ্রম আইন সংশোধন করে রাজনৈতিক দল থেকে ট্রেড ইউনিয়নকে আলাদা করা। কোনো প্রতিষ্ঠানে একাধিক গ্রুপ নয়, একটি মাত্র ট্রেড ইউনিয়ন থাকবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সার্ভিস রুলে যুক্ত করতে হবে যে অফিস চলাকালে কোনো কর্মচারী বা কর্মচারীদের সংগঠন অফিস চলাকালে কোনো ধরনের সস্নোগান, মঞ্চানুষ্ঠান করতে পারবে না। সিবিএতে গণতন্ত্র প্রবর্তনের লক্ষ্যে প্রতি বছরই নির্বাচন হতে হবে এবং নির্বাচন না হলে পূর্ববর্তী নির্বাচিত প্যানেল অকার্যকর বলে গণ্য হবে। সিবিএর প্রেসিডেন্ট-সেক্রেটারি দুই মেয়াদের বেশি নির্বাচিত হতে পারবেন না। কোনো কর্মচারী পদোন্নতি না নিলে সিবিএর সদস্য থাকতে পারবেন না। কেন্দ্রীয় কার্যালয় ছাড়া ব্রাঞ্চ অফিসগুলোতে কোনো সিবিএ কমিটি থাকতে পারবে না।
প্রসঙ্গত, ১৯৯০ সালের আগস্ট মাস থেকে সিবিএর কার্যক্রম শুরু হয়। এর আগে এটি ছিল বেসিক সংগঠন। তৎকালীন এরশাদ সরকার সিবিএর কার্যক্রম চালু করে। বর্তমানে ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী এসব সংগঠনগুলো পরিচালিত হচ্ছে। রাষ্ট্রীয় মালিকাধীন ব্যাংক, বীমা থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে কমবেশি সিবিএর কার্যক্রম রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় প্রতিটি রাজনৈতিক দলের সমর্থিত একটি করে সিবিএ সংগঠন থাকে। কোনো কোনো প্রতিষ্ঠানে একটি রাজনৈতিক দলের একাধিক সিবিএ সংগঠনও রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি