শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাজারে এসেছে নতুন পাঁচ টাকার নোট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০১৭

taka1483596883
পূর্বাশা ডেস্ক:

ভিন্ন আঙ্গিকে বাজারে চালু হলো পাঁচ টাকার নতুন নোট। হালকা বেগুনি আভার এই নোটটি বাজারে বর্তমান পাঁচ টাকার ব্যাংক নোট ও সরকারি নোটের সঙ্গেই বিনিময় যোগ্য হবে।

বৃহস্পতিবার সকাল থেকে দেশের বাজারে অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের সই করা নতুন এ নোটটি চালু হয়।

উল্লেখ, ২০১৬ সালের জুন মাসে অর্থসচিবের সই করা পাঁচ টাকার নোট বাজারে আসার আগে এটি ব্যাংক নোট হিসেবে ছিল। তার আগে ২০১৫ সালের ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ টাকাকে ব্যাংক নোট থেকে সরকারি নোটে রূপান্তর করার প্রস্তাবে সম্মতি দেন। এর পরই অর্থসচিব মাহবুব আহমেদের সই করা নতুন পাঁচ টাকার নোট ছাপার কাজে হাত দেয় সরকার।

নতুন এ নোটটি সরকারি নোট হয়ে যাওয়ায় ‘বাংলাদেশ ব্যাংক’ এবং ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে’ এই কথাগুলো লেখা নেই। শুধু লেখা রয়েছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি