শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আয়ু জানা যাবে রক্ত পরীক্ষায় !


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

many-liters-blood-human-body_d6fb9d636c713ff3
ডেস্ক রিপোর্টঃ

বিশ্বাস করুন আর নাই করুন বোস্টন ইউনিভার্সিটির বিজ্ঞানীরা দাবী করছেন যে শুধুমাত্র রক্ত পরীক্ষা করেই বলে দেয়া যাবে কারো আয়ু সম্পর্কে।

শুক্রবারে এজিং সেলের একটি জার্নালে এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

বিজ্ঞানীরা ৫০০০ রক্তের স্যাম্পল থেকে বায়োমার্কার তথ্য সংগ্রহ করে রক্তদানকারীর ৮ বছরের স্বাস্থ্যের উন্নতির তথ্যের সাথে তুলনা করেছেন। এর ফলে তারা রক্তদানকারীর ভালো বা খারাপ ভবিষ্যত সম্পর্কে ধারণা করতে পেরেছেন। বিশেষ করে বার্ধক্য জনিত রোগ যেমন, ক্যান্সার, হৃদরোগ ও ডায়াবেটিস।

এর মধ্য থেকে গবেষকরা ২৬টি ভিন্ন বায়োমার্কার লক্ষণ চিহ্নিত করেছেন। এর মানে হলো রোগীরা নিজেদের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে আগে থেকে জানতে পারবেন এবং চিকিৎসকের পরামর্শ মত নিজের অভ্যাস পরিবর্তন করে স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন।

প্রধান গবেষক ডঃ পাওলা সেবাস্টিন এবং ডঃ থমাস পের্ল বলেন, “এই লক্ষণগুলো মানুষের বয়স ও শারীরিক অবস্থার উপর ভিত্তি করে তার সম্ভাব্য আয়ু এবং তার বার্ধক্য জনিত রোগ যেমন, হৃদরোগ, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস এবং ক্যান্সার সম্পর্কে আগাম ধারণা দেয়।”

তারা আরো জানান, ‘অনেক ভবিষ্যদ্বাণী ও ঝুঁকি এখন পর্যন্ত রোগ নির্ণয় করতে সফল হয়েছে যেমন ধরুন হৃদরোগ।”

“আমরা এখন একটি পদক্ষেপ নিতে যাচ্ছি এটা দেখাতে যে কিভাবে একটি বায়োমার্কার লক্ষণ কোন ব্যক্তির বয়স ও তার সুনির্দিস্ট বার্ধক্য জনিত রোগ চিহ্নিত করতে পারে।”

গবেষকরা মনে করেন এর ফলাফল নিশ্চিত করার জন্য আরো ব্যাপক পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি