শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশের ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আয়-ব্যয় হিসাব দেয় না।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

private-university-jug_19482_1468896366-550x310
ডেস্ক রিপোর্টঃ

বারবার নির্দেশের পরেও আয় ব্যয়ের হিসাব দিচ্ছে না ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে সরকার গত দুই দশকেও কোন হিসাব পায়নি। এ অবস্থায় প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চিঠিতে এক মাসের মধ্যে হিসাব দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে বছর শেষে তাদের আয়-ব্যয়ের হিসাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে জমা দিতে হবে। অথচ দেশের ৯৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৯টি বছরের পর বছর কোনো হিসাব দিচ্ছে না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কয়েক দফা তাগিদ দিলেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানগুলো।

চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি আয়-ব্যয়ের হিসেব দেয়নি ২২ বছর। ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছ থেকেও একই সময় ধরে কোন হিসেব পাওয়া যায়নি। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি’র উদাসীনতা একই।

এছাড়া স্টামফোর্ড ইউনিভার্সিটি ১৬ বছর, দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৪ বছর, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১২ বছর, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ১১ বছর , পুন্ড্র ইউনিভার্সিটি ১৫ বছর, এশিয়ান ইউনিভার্সিটি ১২ বছর, গণ বিশ্ববিদ্যালয় ১০ বছর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নয় বছর, স্টেট ইউনিভার্সিটি আট বছর আয়-ব্যয়ের হিসেব দেয়নি।

সব বিশ্ববিদ্যালয়েরই আয়-ব্যয়ের হিসেব দেয়া উচিত স্বীকার করছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। তবে অনিয়মের জন্য উল্টো তারা মঞ্জুরি কমিশনের সমন্বয়হীনতাকে দায়ী করছে।

বিশ্ববিদ্যালয় সমিতির অভিযোগ মানছে না মঞ্জুরি কমিশন। তারা বলছে এবার হিসেব না পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আইন অনুযায়ী, আয়-ব্যয়ের হিসেব না দিলে সরকার বিশ্ববিদ্যালয়ের সনদ বাতিল করতে পারবে। এছাড়া সংশ্লিষ্টদের ৫ বছরের কারাদ- বা ১০ লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে আইনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি