শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


পরিশুদ্ধ বই ২ মাসের মধ্যেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৭

18122012045408pmbook-550x293
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে মাধ্যমিক স্তরে পাঠ্যপুস্তক আকর্ষণীয় এবং সুখকর পাঠ্যপুস্তর করার লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটিতে রয়েছে, প্রধানত শীর্ষ সারির কয়েজন শিক্ষাবিদ। পাঠ্য বইয়ের বিষয়বস্তু পরিবর্তন নিয়ে নতুন করে তৈরি হওয়া এক বিতর্কের প্রেক্ষাপটে এই কমিটি গঠন করা হয়েছে। আশা করা হচ্ছে আগামী ২ মাসের মধ্যেই পরিশুদ্ধ বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

কিভাবে তারা বই সুখপাঠ্য করার কাজটি করবেন? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে কমিটির অন্যতম সদস্য শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বই লেখার ক্ষেত্রে যেটা হয়ে সেখানে দেখা যায় যে, বিশেষজ্ঞদের একটা দল বইটি লিখেন। কিন্তু বিশেষজ্ঞরা তথ্যগুলো সঠিক দেন। কিন্তু যে জায়গাটা একটু অবহেলিত থেকে যায় সেটা হলো, বোধগম্যতা। আমরা দেখি না যে, শিশুদের বইটা বা লেখাটা প্রাণচঞ্চল সুখকর, মনে হচ্ছে কি না, তার উপন্যাস এর মত পড়ছে কি না। এই জায়গাটা দেখা হয় না।

তিনি বলেন, এই সকল সমস্যা বিবেচনা করেই কিছু দিন আগে কক্সবাজারে একটা সম্মেলন হয়েছিল। সেখানে শিক্ষামন্ত্রণালয়ের সকলেই উপস্থিত ছিলেন এবং দেশের অনেক শিক্ষাবিদও ছিলেন এবং সেখানেই এই প্রশ্নটা উঠেছিল। যার ফলে সেখানে প্রস্তাব উঠেছিল যে, বিশেষজ্ঞরা লিখবেন। তার পরে একজন লেখকের হাত দিয়ে বইটিকে সহজ বোধগম্যতার দিকে নিয়ে যাওয়া হবে।

তার মানে আপনি বলতে চাচ্ছে যে, ভাষাটা পরিবর্তন হবে? জবাবে তিনি বলেন, হ্যা ভাষা, বোধগম্যতা, প্রাণচঞ্চলসহ নানা বিষয়গুলো দেখা হবে। এর পরে দুই দলকে বসে আবার একবার ফাইনাল বসে বইটি করতে হবে। আর এটা করলেই দেখা যাবে যে, একটা সুন্দর পাঠ্যপুস্তক বই বের হয়েছে।

যে কমিটিটা করা হয়েছে অর্থাৎ আপনারাই কি ভাষার পরিবর্তন করবেন, না কি আপনারা যেভাবে বলবেন সেই ভাবেই হবে? জবাবে তিনি বলেন, না দেশের মধ্যে অনেক লেখক আছেন যারা খুব সুন্দর বাংলা লেখেন। তারাই এই কাজটি করবেন।

এই পরিবর্তনটা কিভাবে করা হবে এবং কোন কোন বইগুলো পরিবর্তনের আওতায় আনবেন? উত্তরে তিনি বলেন, হ্যা নিশ্চই যেসকল বইয়ে এই ধরণের সমস্যা আছে সেই সকল বইগুলোই আসলে পরিবর্তনের আওতায় আনতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বইগুলোও এর আওতায় আনা হবে যদি দরকার হয়।

কবে নাগাত এই কাজটি শুরু হতে পাবে এবং কমাস লাগবে? জাবাতে তিনি বলেন, এখানে এই কাজটি সম্পন্ন করতে ২ মাসের মধ্যেই এটার একটা সমাধান দিতে হবে।

এখনকার যে বইগুলো আছে সেগুলো কি আসলেই বোধগম্য হচ্ছে না? জাবাবে তিনি বলেন, না কিছু কিছু জায়গাতে আপত্তি আছে সমালোচনা আসছে সেটা যেনো না থাকে তার জন্য এটা করা।

অনেক সময় রাজনৈতিক কারণেও বইয়ের বিষয়বস্তু পরিবর্তন করা হয়, বিশেষ করে ইতিহাসের ক্ষেত্রে, তাছাড়া একটি ইসলামীক গোষ্ঠির সুপারিশে নাকি কিছু বিষয় বদলে দেওয়া হয়েছে। এমতাবস্থায় সরকার আপনাদের কথা কতটুকু শুনবে?

জাববে তিনি বলেন, আমাদেরতো বলা হয়েছে যে, তারা আমাদের কথা শুনবে। তাই আমি মনে করি এই বিষয়ে কিছু না ভেবে সরকার যখন বলছে যে, তারা আমাদের কথা ও কাজ ভালভাবেই আমলে নিবেন সেখানে আমদের আর কিছু বলার বা চিন্তা করার নেই বলে আমি মনে করি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি