বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভুল চিকিৎসায় মৃত্যুর সঙ্গে লড়ছে প্রসূতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০১.২০১৭

barisal20170110161354
পূর্বাশা ডেস্ক:

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিরুদ্ধে প্রসূতিকে ভুল চিকিৎসা দেয়ার অভিযোগ উঠেছে। তৃতীয় শ্রেণির কর্মচারীর ভুল অপারেশনের কারণে প্রসূতি নারী সোনিয়ার জীবন এখন সংকটাপন্ন।

আশঙ্কাজনক অবস্থায় প্রসূতিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায় দেয়া হয়েছে। এরপর স্বজনেরা তাকে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে শেরে-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে প্রসূতি সোনিয়াকে। অসুস্থ সোনিয়া উজিরপুর উপজেলার মালয়েশিয়ায় প্রবাসী বিপ্লব রাড়ির স্ত্রী সোনিয়া বেগম।

স্বজনেরা জানান, সন্তানসম্ভবা সোনিয়া বেগমকে নিয়ে গত ৭ জানুয়ারি রাতে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান একই উপজেলার শাকরাল গ্রামের শহীদুল ইসলাম এবং তার স্ত্রী তানজিলা বেগম।

এ সময় সেখানে কোনো গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না। এ সুযোগে ৫ হাজার টাকা চুক্তিতে সোনিয়ার অপারেশনের দায়িত্ব নেন স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণির কর্মচারী দেবী রানী। পরে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া ওই রাতে সোনিয়ার অস্ত্রোপাচার করেন দেবী রানী এবং তার সহযোগী সেবিকা বুলবুল রায়।

প্রসূতির মা তানজিলা বেগম বলেন, দেবী রানী ৫ হাজার টাকা চুক্তি করে নগদ ৩ হাজার ২০০ টাকা অগ্রিম নিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে সোনিয়ার সন্তান প্রসব করান। সন্তান হওয়ার পর সোনিয়ার অবস্থার মারাত্মক অবনতি হয়।

পরদিন ৮ জানুয়ারি তার অবস্থার আরও অবনতি হয়। পরে দেবী রানী চুক্তির বাকি টাকা না চেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সৈব্যসাচী সানির সহযোগিতায় ওদিন রাত সাড়ে ১০টার দিকে রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিদায় দেন।

কমপ্লেক্সের অন্য রোগীরা জানান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক এবং অ্যানেসথেসিয়া চিকিৎসক ছাড়াই উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে প্রসূতি নারীদের অস্ত্রোপাচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হয়।

ইসলামী ব্যাংক হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. তানিয়া আফরোজ জানান, ভুল চিকিৎসার কারণে প্রসূতি সোনিয়ার মূত্রথলি ছিঁড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। এ কারণে তাকে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে শেরে-ই বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।

অভিযোগ অস্বীকার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণির কর্মচারী দেবী রানী জানান, তিনি ওই রোগীর ডেলিভারির বিষয়ে কিছু জানেন না। যদিও স্বাস্থ্য কমপ্লেক্সের ডেলিভারি রেজিস্ট্রারে ওই রোগীর ডেলিভারি সম্পাদনকারী হিসেবে ডা. সৈব্যসাচী সানি, অভিযুক্ত কর্মচারী দেবী রানী ও সেবিকা বুলবুল রায়ের স্বাক্ষর রয়েছে।

এ বিষয়ে জানতে ডা. সৈব্যসাচীর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ করেননি তিনি।

স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা ইনচার্জ হাওয়া বেগম জানান, দেবী রানী প্রায় নিয়মবর্হিভূতভাবে এ ধরনের কাজ করেন।

উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. একেএম সামসুদ্দিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রসূতির ভুল চিকিৎসা হয়ে থাকলে ডেলিভারি রেজিস্ট্রারে সাক্ষর করা ব্যক্তি দায়ী থাকবেন। তৃতীয় শ্রেণির কর্মচারী দেবী রানীর এ ধরনের কাজ করার কোনো বৈধতা নেই। এ বিষয়ে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি