শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অমিয়াখুম মুগ্ধতা জলপ্রপাত জাগায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০১.২০১৭

image-15010
ডেস্ক রিপোর্টঃ

ঘুরতে যাবেন অথচ মিলাতে পারছেন না যাবেন কোথায়? বান্দরবান নিঃসন্দেহে একটি সুন্দর জায়গা আর সুন্দর এর প্র্কৃতি। আর অমিয়াখুম বান্দরবানের অসাধারণ একটি জলপ্রপাত।

বাংলাদেশে এত সুন্দর জায়গা! চারদিকে তাকিয়ে মাথা ঘুরে পরে যাবেন। হয়ত কেউ কেউ বলবে এখান থেকে আমি আর যাব না, আপনারা চলে যান। আপনি হয়ত গুনগুনিয়ে গাইতে শুরু করবেন – ‘একি আপরূপ রূপে মা তোমার …।’ আসুন জেনে নিই বান্দরবানের এই অমিয়াখুমে কিভাবে যেতে হবে।

বান্দরবান থেকে বাস বা জিপে সোজা চলে যাবেন থানচিতে। সেখান থেকে গাইড নিতে হবে এবং নৌকা ভাড়া করে চলে যাবেন রেমাক্রি। এরপর আর কোনো গাড়ি যাবে না, গাড়ি তো দূরের কথা পায়ে চলার রাস্তা পেতেই কষ্ট হবে। পাহাড়ি ঝিরি পথে পায়ে হেঁটে আপনাকে পৌঁছতে হবে অমিয়াখুম।

চলার পথে হয়ত মনে মনে বলবেন কার বুদ্ধি শুনে যে আমি বান্দরবান এসেছিলাম! কিন্তু পৌঁছানোর পর আপনিই বলবেন, আরো আগে কেন আসিনি! আমি আবার আসব! চলতি পথে নাফাখুম পড়বে, সেখান থেকে যেতে হবে জিনাপাড়া। এখানে রাতে থেকে পরদিন খুব ভোরে অমিয়াখুম আর সাতভাইখুমের দিকে হাঁটা দেবেন।

সঙ্গে করে রশি, লাইফ জ্যাকেট আর খাবার নিয়ে যাবেন। ফিরে আসার পথে ‘পদ্মমুখ’ রাস্তা দিয়ে ফেরত আসতে পারেন। সে ক্ষেত্রে মাত্র পাঁচ ঘণ্টা হেঁটে অনেক আগেই আপনি থানচিতে পৌঁছাতে পারবেন। অমিয়াখুম ও সাতভাইখুম ভালোভাবে ঘুরে আসতে চার দিন লেগে যাবে। এই জায়গা খুবই দুর্গম তাই ব্যাগ ভারী না করাই ভালো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি