শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে প্রবাসী সহায়তা কেন্দ্র চালুর দাবিতে প্রবাসীদের স্মারকলিপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৭

chauddagram probasi poto-14.01.17

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় প্রবাসী সহায়তা কেন্দ্র চালুর দাবিতে রেলমন্ত্রী মুজিবুল হক বরাবরে পৌর মেয়র মিজানুর রহমানের নিকট স্মারকলিপি দিয়েছে উপজেলার বিভিন্ন গ্রামের প্রবাসীরা।

শনিবার (১৪ জানুয়ারী) সকালে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সৌদিআরব প্রবাসী সাংবাদিক মোবারক হোসেন ভূঁইয়া, সবুজ, কাতার প্রবাসী জাহাঙ্গীর আলম, ওমান প্রবাসী আরিফ হোসেন, ইমন, বাহরাইন প্রবাসী ফরিদ, সাইদুল হকসহ আরও অনেকে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, তারা কর্মস্থানের জন্য পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি জমায়। সেখান থেকে উপার্জনকৃত অর্থ দেশে পাঠায়। এতে নিজেদের পরিবারের ন্যায় দেশের অর্থনৈতিক চাকাও স্বচল হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, প্রায় সময় তুচ্ছ ঘটনায় তাদের পরিবারের লোকজন প্রতিবেশিদের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে। পরিবার পুরুষ শূণ্য হওয়ায় মহিলারা কোথাও বিচারের দাবি করতে পারে না। অনেক সময় বিচারের দাবি করলেও সুবিচার পান না। ফলে সম্মান রক্ষায় নীরবে নির্যাতন সহ্য করতে হয়। এজন্য প্রবাসীদের পরিবারকে সার্বিক সহায়তা করার লক্ষ্যে চৌদ্দগ্রাম থানায় একটি ‘প্রবাসী সহায়তা কেন্দ্র’ চালু করলে তাদের উপকার হবে বলেও দাবি করা হয়’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি