শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : রেলমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৭

chauddagram-rell-minister

স্টাফ রিপোর্টার:

রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্ব নেতারা আজ হতবাক। দেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। খালেদা জিয়া ক্ষমতায় আসলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি হয়। শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ যে উন্নয়ন হচ্ছে তা বিশ্বে রোল মডেল হয়ে থাকবে। ‘

 শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের মিয়া বাজার এল এন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার নির্দেশে চৌদ্দগ্রামে ৮ জন নিরীহ বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি কখনও জনগণের নেত্রী হতে পারে না। তিনি জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর নেত্রী। ‘

বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি ফজলতুন্নেছা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আবুল খায়ের, জিএম মীর হোসেন মীরু, ভ ম আবতাবুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, মিয়াবাজার কলেজের অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া নাসির উদ্দিন, তোষণ রফিক বালিকা বিদ্যালয়রে প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বেক্কন, যুবলীগ নেতা মিয়া নিজাম উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালি উল্লাহ প্রমুখ।

বিকেলে মন্ত্রী জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা হাইস্কুল মাঠে প্রবীণ বন্ধু সংঘের ৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও প্রধান অতিথির বক্তব্য রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি