শুক্রবার,১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


পর্যটকের কারণে সুন্দরবন হুমকির মুখে: সায়িদ আলী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০১৭

1_178348-2ydcxdgg31b1slx0gcho1s-550x272
পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের এক দল গবেষক বলছে, প্রতিবছর হাজার হাজার পর্যটক বিশ্বের সবচেয়ে বড় ‘ম্যানগ্রোভ ফরেস্ট’ সুন্দরবন দেখতে যাওয়ার ফলে সেখানকার জীবচৈত্র হুমকির মুখে পড়েছে। তাই সুন্দরবন জীববৈচিত্র রক্ষায় বেশ কিছু পরামর্শও দিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞন বিভাগের গবেষকরা। বন বিভাগের একটি প্রকল্পের অধীনে এই গবেষণা কার্যক্রম পরিচালিত হয়।

পর্যটক বেশি যাওয়ার কারণে কি ধরণের সমস্যা হচ্ছে? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে বন বিভাগের কর্মকর্তা মো. সায়িদ আলী বলেন, আমাদের সুন্দরবন বিশ্ব ঐতিহ্য দেখারমত একটা জায়গা। যার ফলে এখানে প্রতিনিয়ত অনেক লোক আসে। বিশেষ করে এই দিনে।

তিনি বলেন, কিন্তু যারা এখানে আসেন তাদের অনেকেই এখানকার পরিবেশ কি কারণে নষ্ট হবে সেটা জানে না। যার ফলে পর্যাটক যারা আসছেন তাদের আচরণ কি হওয়া দরকার এবং কোন কোন জাগযায় যাওয়া দরকার বা দারকার না এমন ৯টি স্থান ইতমধ্যে চিহ্নিত করা হয়েছে। এবং যদি কেউ যেয়েও থাকে, তাহলে তাদের আচরণ কি হওয়া দরকার সেটাও বলে দেওয়া হচ্ছে।

আপনি বলেছেন যে, যাওয়ার মত ৯টি জায়গা চিহ্নত করে দিয়েছে, কিন্তু আমার কথা হলে পর্যটকরা কি সব জায়গায় যায়? জবাবে তিনি বলেন, যেসকল পর্যটক আসছে তারা প্রায় সকলেই আমাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু কিছু কিছু পর্যটক আছে যারা আমাদের নিয়মকানুন মানতে চায় না। তারা যেসকল জায়গাগুলো নিষিদ্ধ সেই সকল যায়গায়ও যায়।

কিন্তু সে সকল নৌকা, আপনাদের কথা না মেনে যায় সেই সকল নৌকাগুলো কি ট্যুরঅপরেটর নিয়ন্ত্রণ করে নাকি তারা লোকালভাবে যায়? জাববে তিনি বলেন, ট্যুরঅপরেটরাই নিয়ন্ত্রণ করে কিন্তু এই নৌকা নিতে হলে বনবিভাগের কাছ থেকে অনুমতি নিতে হয় এবং কিছু ছাড়া সকলেই অনুমতি নিয়ে থাকে। কিন্তু কিছু ব্যতিক্রম থাকে, তারাই অনিয়মটা করে।

সুন্দরবন ঘুরতে কি ধরণের নিয়মকানুন আছে? জবাবে তিনি বলেন, যারা এখানে আসে এবং যাদের নৌকায় তারা যাবে তাদের নিয়ে আমাদের কাছে এসে একটা অনুমতি নিতে হয়। যেখানে আমরা নৌকা পরিস্থিতিসহ সকল বিষয় দেখে তার পরে তাদের কে অনুমতি দেওয়া হয়। এছাড়াও তাদেরকে বলে দেওয়া হয় আপনার এই এই জায়গাগুলোতো যেতে পারবেন আর বাকি জায়গাগুলোতে যেতে পারবেন না।

তিনি বলেন, একটি নৌকা নিচে ৯ জন থেকে ৭৫ জন যেতে পারবে। সেগুলো দেখেই তাদেরকে আচরণ থেকে শুরু করে সকল বিষয় তাদেরকে জানিয়ে দেওয়া হয়।

বর্তমানে যে পরিমাণে মানুষ সুন্দরবনে যাচ্ছে তার ফলে কি ধরণর অসুবিধা হচ্ছে সুন্দরবনের গাছপালা থেকে শুরু করে প্রাণীকুল পর্যন্ত? জবাবে তিনি বলেন, প্রথমত পর্যটকরা যেসকল পলিব্যাগ ব্যবহার করছে এবং ফয়েল ব্যবহার করছে এবং সেটা নিজের অজান্তেই নদীতে ফেলে দিচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে জীববৈত্রের ক্ষতি হচ্ছে। এছাড়াও তাদের ব্যবহার কারা অনেক কিছুই এখানে সেখানে ফেলে যায়। যার ফলে দেখা যায় আস্তে আস্তে সুন্দরবনের এক ধারণের ক্ষতি হতে থাকে।

এমতাবস্থায় এটা ঠেকাতে আপনার কি ব্যবস্থা নিচ্ছেন? জবাবে তিনি বলেন, এখানে আমি মনে করি সকলের সচেতনতা বৃদ্ধি করা। তাই আমরা তারই চেষ্টা করছি এবং বিপুল পরিমাণে প্রচারণাও চালাচ্ছি।

এই পরিস্থিতিতে আপনাদের সচেতনতা বৃদ্ধিতে এই সকল সমস্যার কি সমাধান আসবে? উত্তরে তিনি বলেন, হ্যাঁ আসবে। এটা বন্ধের জন্য জরিমানার কথাও বলে দেওয়া হচ্ছে। তারপরেও যদি তারা না মানে তাহলে ঐ নৌকার বিরুদ্ধে মামলা করে দেওয়া হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি