শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এ যেন সেলফি মেলা!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

275282_1

ডেস্ক রিপোর্টঃ

দিন দিন যে মোবাইল ফোনে সেলফি তোলা জনপ্রিয় হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। বিষয়টি আরও বেশি করে নজর কাড়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। দেখে যে কারো মনে হতেই পারে এ যেন সেলফি মেলা!

রোববার (১৫ জানুয়ারি)মেলায় সরেজমিন ঘুরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সেলফিতে মজে থাকতে দেখা যায়।

মেলায় এসে স্কুল কলেজ পড়ুয়ারা যেমন সেলফি তুলছেন। সেলফি তোলায় পিছিয়ে নেই বয়স্করাও।

কেউ মেলায় প্রবেশের আগে, কেউ ভেতরে প্রবেশ করেই, কেউ ছোটদের খেলনার কাছে, কেউ আইসক্রিম খেতে খেতে, কেউ সেলফি তুলছেন কোনো প্রিয় জিনিস কেনার সময় প্রিয় মানুষদের সঙ্গে।

সেলফি তোলা গ্রুপের মধ্যে একদল তরুণ শিক্ষার্থী মেলায় এসেছেন তিতুমীর কলেজ থেকে। তাদের একজন গণিত বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র আরিফুল ইসলাম।

সেলফি তোলার অনুভূতি প্রসঙ্গ আরিফ বাংলানিউজকে বলেন, বন্ধুরা মিলে মেলায় ঘুরতে এসেছি। আবার কবে সবাই একসঙ্গে আসবো, তার তো কোনো ঠিক নেই। তাই এই সময়টা স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই আমরা সবাই একসঙ্গে একই ফ্রেমে নিজেদের বন্দি করছি।
উৎসঃ   বাংলানিউজ



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি