সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চোখের কালো দাগ দূর করার উপায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

shajghor_Eye-550x364
ডেস্ক রিপোর্টঃ

শরীরে ক্যালসিয়াম ও আয়রনের অভাবে চোখের নিচে কালো দাগ পড়ে। আবার মানসিক চাপ বা অনিদ্রার কারণেও চোখের নিচে দাগ পড়তে পারে। এই কালো দাগ নিম্মলিখিত উপায়ে দূর করা যায়।

১। ২ ভাগ টম্যাটোর রসের সাথে এক ভাগ লেবুর রস মিশিয়ে নিন। প্রতিদিন ২ বার মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্কা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। এতে চোখের নিচে আর কালো দাগ থাকবে না।

২। মধু ও বাদামের তেল সমান পরিমাণে নিয়ে ভালো করে মিশিয়ে রাতে ঘুমানর আগে চোখের চারপাশে লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে চোখ দুয়ে ফেলুন।

৩। লাল টম্যাটোতে ভিটামিন এ ও সি, ও প্রচুর ক্যালসিয়াম থাকে। তাই নিয়মিত টম্যাটো বা টম্যাট্যোর রস পান করলে চোখের নিচের কালো দাগ দূর হয়।

৪। দু’চোখের উপরে দু’টুকরো শসা রেখে দিন কিছুক্ষন। এরপর এই টুকরো দিয়ে চোখের চারপাশ ভাল করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৫। শসার রসে তুলো ভিজিয়ে চোখের নিচে নিয়মিত মুছলেও উপকার পাওয়া যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি