শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্যান্সারের যে লক্ষণগুলো সবাই এড়িয়ে যায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৭

what-is-cancer

ডেস্ক রিপোর্টঃ

বর্তমান সময়ে ক্যান্সার মহামারীর মতো চারদিকে ছড়িয়ে পরছে। ভারতের জাতীয় ক্যান্সার প্রতিরোধ এবং গবেষণা ইন্সটিটিউটের মতে, ভারতে ২.৫ মিলিয়ন মানুষ ক্যান্সারের সাথে লড়ছেন। বিভিন্ন রিপোর্ট থেকে আরো জানা যায় যে, প্রতিবছর ৭,০০,০০০টি ক্যান্সারের রিপোর্ট রেজিস্টার করা হয়। যদি ক্যান্সারের লক্ষণ সম্পর্কে আগে থেকেই জানা যায় তবে চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরে যাওয়া সম্ভব।

নিচের লক্ষণগুলো একটু মিলিয়ে দেখুন তো আপ্নিও এর কোন লক্ষনের শিকার কিনা। যদি কোন লক্ষণ আপনার মাঝে থেকে থাকে তবে আর দেরি না করে আজই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

১। অকল্পনীয়ভাবে ওজন কমে যাওয়াঃ ভারতের প্রতাপগঞ্জের ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেল অনকোলজীর ডিরেক্টর ডঃ মিনু ওয়ালিয়া বলেন, “কোনরকম চেষ্টা ছাড়াই যদি আপনার ওজন ১০ পাউন্ড কমে যায় তবে তা ক্যান্সারের লক্ষণ হতে পারে। এটি প্যানক্রিয়াস, পাকস্থলী ও ফুসফুস ক্যান্সারের অন্যতম লক্ষণ। এর ফলে যে টিউমার হয় তাতে করে খুব অল্প খাবারেই আপনার ক্ষুধা মিটে যায় এবং ওজন কমে।”

২। কোষ্ঠ্যকাঠিন্যঃ যদি আপনার কোষ্ঠ্যকাঠিন্য হয়ে থাকে তাহলে যতদ্রুত সম্ভব এর চিকিৎসা করা উচিৎ। কেননা দীর্ঘদিন কোষ্ঠ্যকাঠিন্য কোলন ক্যান্সারের লক্ষণ। যদি প্রাথমিক অবস্থায় এর চিকিৎসা করা হয় তবে সুস্থ হবার সম্ভাবনা ৯০ গুণ বেড়ে যায়। ডঃ; মিনু বলেন, “যদি এই ক্যান্সার আপনার কোলন ছড়িয়ে পড়ে তবে সুস্থ হবার সম্ভাবনা অনেক কমে যায়।”

৩।অপরিচিত  পিন্ড বা ফোলাঃ যদি আপনার স্তনে, স্তনবৃন্তে, বা বগলে কোন পিন্ড গজায় তবে দেরি না করে তা পরীক্ষা করানো উচিৎ। স্তন ও স্তনবৃন্তের কোন পরিবর্তন এড়িয়ে যাওয়া ঠিক নয়। এর সাথে এই পিন্ডের কোন পরিবর্তন যেমন; এর আকার বেরেছে কিনা বা আর অন্য কোথাও হয়েছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৪। অস্বাভাবিক পেট ব্যথা ও ফুলে যাওয়াঃ অনেক সময় পেটের ভিতরে রদ নিঃসরণ হয়, একে অ্যাসচিটিস বলা হয়। এর ফলে মানুষের পেট ফুলে ফেঁপে যায়, ওজন বেড়ে যায় এবং কোমরের পরিধিও বৃদ্ধি পায়। অ্যাসচিটিস লিভার রোগের সাথে জড়িত হলেও এর থেকে ক্যান্সার হবার আশঙ্কা ১০ গুণ থাকে।

৫। হঠাৎ ব্যথাঃ সব ধরনের ব্যথা মানেই যে ক্যান্সার তা নয়। কিন্তু হাড়ের ক্যান্সার বা অ-কোষের ক্যান্সারের লক্ষণ হিসেবে ব্যথাকে ধরা হয়। মাথা ব্যথা ওষুধ খেলে ঠিক হয়ে যায় আবার এটি ব্রেইন টিউমারের কারণ হতে পারে। ব্যাক পেইন কোলন ক্যান্সার, রেক্টাম ক্যান্সার বা জরায়ুর ক্যান্সারের জন্য দায়ী হতে পারে।

৬। মুখের ক্ষত না ঠিক হওয়াঃ মুখের ভিতরের ক্ষত যদি ৩-৪ সপ্তাহেও ঠিক না হয় তবে তা মুখের বা গলার ক্যান্সারের কারণ হতে পারে। আর দীর্ঘদিন ধরে ধূমপান করা, বা তামাক পাতা চাবানও বা সুপারি চাবালেও এই ক্যান্সার হয়। এর জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি